somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার কিছু জোকস !!! মজা লুটতে চাইলে ঢুকে পড়ুন !!!

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

➤দুই পিচ্চি খেলছে। স্বভাবতই দুইটারই প্যান্ট নাই।
হঠাৎ মেয়েপিচ্চিটা ছেলেপিচ্চিটার
ওইটা ধরে টানতে লাগলো।তখন ছেলে পিচ্চিটা মন
খারাপ করে বললঃ টানো আরোবেশি করেটানো,
নিজেরটাতো ছিড়ছো, এখন আসছো আমারটা ছিড়তে ।

➤প্রশ্ন- একটা মেয়ে যখন ৩/৪ টা ছেলের সাথে বিছানায় শোয় তখন সবাই
তাকে পতিতা বলে, কিন্তু একটা ছেলে যখন ৭/৮ টা মেয়ের সাথে শোয় তখন সবাই তাকে আসল পুরুষ বলে, কিন্তু কেনো?



⇓ উত্তর -
ব্যাপারটা আসলে এরকম্, যখন একটা তালা ৩/৪ টা চাবি দিয়ে খুলে তখন সেটা খারাপ তালা আর যখন একটা চাবি দিয়ে ৭/৮ টা তালা খুলে তখন সেটা মাস্টার কী (MasterKey)

সবজান্তা

প্রেমের আগুন কেন জ্বলে দ্বিগুণ?
দুজনকে উষ্ণ রাখতে হয় কিনা!

বালিকা বিদ্যালয়ে কি ছাত্র থাকে?
থাকে, তবে বিদ্যালয় ছুটি হওয়ার আগে ও পরে।

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হলে আমাদের সবার কী শেখা উচিত?
মার্শাল আর্ট, কুংফু-কারাতে, বক্সিং, তাইকুন্ডু-নাইকুন্ডু ইত্যাদি।

বিনা কষ্টে অধ্যবসায়ীর ১০০ টাকা পাওয়ার উপায় কী?
নিউমার্কেটের মোড়ে ঘণ্টা খানেক চোখ বন্ধ করে ডান হাত বাড়িয়ে রাখুন, ১০০-র বেশিও পেয়ে যেতে পারেন।

এইডস-আক্রান্ত রোগীর রক্ত খাওয়ার পরও মশাদের কেন এইডস হয় না?
হয়, কিন্তু এইডসে মারা যাওয়ার আগেই ওদের আয়ু ফুরিয়ে যায় বলে বোঝা যায় না।

➤একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্লাশ চলিতেছে . . .

শিক্ষক জিজ্ঞাসা করলেনঃ কিভাবে ফোর(4) কে ফাইভ(5) এর ভেতর ঢুকিয়ে লেখা যায়?

আমেরিকান ছাত্রের উত্তরঃ মজা করেন নাকি? :->

পাকিস্তানী ছাত্রের উত্তরঃ অসম্ভব! :-O

ভারতীয় ছাত্রের উত্তরঃ ইন্টারনেটে সার্চ করেও পাইলাম না! :-P

চীনের ছাত্রের উত্তরঃ অপেক্ষা করেন, আবিষ্কার করে ফেলবো!! :D

অবশেষে বাংলাদেশী ছাত্রের উত্তরঃ এভাবে স্যার, “ F(IV)E ”

••• আমরা বাংলাদেশীরা ভাব নেই না তাতে কি হইছে !?!
আসলে আমরাও কিন্তু বৈদেশীদের থেকে কম জিনিয়াস না !!
মাথাটা কুকামে না লাগায়া ভালা কামে লাগাইলে এতদিনে আমরা বৈদেশীগো তুলনায় আগায়াই থাকতাম।

➤প্রেমিক : তুমি আমার পৃথিবী :D
প্রেমিকা : আমি তোমার পৃথিবী হলে তুমি কি আমার সূর্য হবে?
প্রেমিক : আও জানু love u so much অবশ্যই হব :D
.
.
.
.
.
.
.
.
প্রেমিকা : তাহলে তুমি আমার থেকে ৯ কোটি ৩০ লক্ষ ৪ হাজার মাইল দূরে থাকো যাও ..
প্রেমিক :O

➤ মেডিকেল টিচার্ঃ কেউ অজ্ঞান হয়ে গেলে প্রথমে তার ঠোটে মুখ লাগিয়ে তার ফুসফুস এ বাতাস (অক্সিজেন্) দিবা এবং তার বুক "press" করতে থাকবা, বুঝেছো?

এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতী পারো?
,
,
,
,
,
,
,

বল্টুঃ জি স্যার , আচ্ছা স্যার মেয়েদেরকে কিভাবে অজ্ঞান করা যায় একটু শিখায় দিবেন্....?

➤ স্ত্রী তার স্বামীকে বলছে...

স্ত্রীঃ শোনো, তোমার ছেলে এখন অনেক টাকা খরচ করা শিখে গেছে। ওর জ্বালায় কোথাও টাকা লুকিয়ে রাখাও যায় না। যেখানেই রাখি খুঁজে বের করে আর মোবাইলে সারাদিন ঘুটুর ঘটুর। কি করা যায় বলোতো?
.
.
.
.
.
.
.
.

স্বামীঃ এক কাজ কর, তুমি টাকাগুলো ওর পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে রাখো। পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদ থাকবে তারপর আবার সরিয়ে রাখলেই হবে।

➤ ছেলে : আমি তোকে স্পর্শ না করেই কিস করবো!
মেয়ে : তুই এটা কখনো করতে পারবি না!
ছেলে : তাইলে বাজি ১০ টাকা!?
মেয়ে : ঠিক আছে!
ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে কিস করলো!!

তারপর মেয়েটি রাগান্বিত হয়ে বলল, “ আমাকে স্পর্শ করলি ক্যান?? ”
ছেলেটি উত্তর দিল “মাথা ঠান্ডা কর এই নে ১০ টাকা !! ” :p

➤এক বৃদ্ধ ভদ্রলোক তার ২৫ বছর বয়সের ছেলে সহ ট্রেনে করে বাসায় ফিরছেন। ছেলেটা ট্রেনের জানালা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে।
ছেলে: (ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে) "বাবা! কি মজা!দেখো, ট্রেনের বাইরের গাছগুলো সব পিছনের দিকে যাচ্ছে!"
বাবা: (হাসিমুখে) "Yah ... Cheers my son ..."
ছেলে: (কিছুক্ষণ পর) "বাবা! দেখো, কি সুন্দর পুকুর। পুকুরের উপর ঐ ছোট্ট ছোট্টপাখিগুলো কোন পাখি, বাবা?"
বাবা: (হাসিমুখে) "ওগুলো মাছরাঙ্গা পাখি।"
ট্রেনে তাদের পাশে এক ভদ্রলোক বসা ছিলো। সে চিন্তা করে পাচ্ছে না যে কিভাবে এই ২৫ বছর বয়স্ক ছেলেটা বাচ্চাদের মতো আচরণ করছে, অল্প কিছু দেখেই আনন্দিত হচ্ছে। কিছুক্ষন পর বৃষ্টি পড়া শুরু করলো এবং বৃষ্টির কিছু ফোটা এসে ছেলেটার হাতের উপর পড়লো।
ছেলে: (খুব খুশি হয়ে) "বাবা!দেখো দেখো ... বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোটা আমার হাতের উপর পড়ছে। "
এমন সময় ভদ্রলোক তার কোতুহুল দমন করতে পারলো না। সে তার ছেলেটার বাবাকে বললো, "আপনার ছেলে বয়স হিসেবে যথেষ্ট ইমম্যাচিউর। তাকে কেন একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না। হসপিটালে ডাক্তারদের সাজেশন মতো চললে সে সুস্থ হয়ে যাবে।"
ছেলেটার বাবা উত্তর দিলো,"আমরা হসপিটাল থেকেই বাসা ফিরছি। সে এখন কমপ্লিট সুস্থ। তার চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবারের মতো দেখতে পারছে।"

➤♪♫ রসায়নের পর্যায় সারণিতে নতুন মৌল যোগ হয়েছে! আর তার
নামঃ "Girl"!!!
প্রতীকঃ Gl
আনবিক ভরঃ এটা জানার ধৃষ্টতা দেখালে কপালে খারাবি আছে!

ভৌত ধর্মঃ
১) যেকোন মুহূর্তে 'ফুটতে' পারে!
২) টাকা, অলংকার ইত্যাদি পেলে নিমেষেই 'গলে' যায়!
৩) যা চায় তার যোগান দিতে না পারলে এর স্বাদ 'তিক্ত' আর পারলে 'মিষ্টি'!

রাসায়নিক ধর্মঃ
১) খুবই সক্রিয়!
২) খুবই অস্থির প্রকৃতির; যে কারো সাথে বিক্রিয়া করতে পারে!
৩) প্লাটিনাম, গোল্ড, ডায়মণ্ড ইত্যাদির সাথে সংযুক্তির ক্ষেত্রে দুর্বার আকর্ষণ বিদ্যমান!

প্রাপ্তিস্থানঃ বেশিরভাগ সময় আয়নার সামনে ;-)

*আপনি নিজে কিছু এর কোন ধর্ম বা যে কোন বৈশিষ্ট্য বের করতে পারলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। পরবর্তীতে সংযোগ করা হবে।*

➤ ♪♫ কিছু বাংলা গানের অর্থ(পড়াশুনার ক্ষেত্রে)♪♫

>>>তুমি আর নেই সে তুমি = মনযোগ;
>>>হারানো অনুভুতি = আগের ক্লাস;
>>>এক জীবনে = আর কত পড়াশুনা?;
>>>হাজার দর্শক মন মাতায়া = পরীক্ষার হল;
>>>হাওয়ায় হাওয়ায় = পরীক্ষা শেষ হলে;
>>>আরো একটু দুরে = বই-খাতা;
>>>হোক কলরব = বন্ধুর দেয়া পার্টিতে;
>>>এতদিন কোথায় ছিলে = পরীক্ষার আগের রাতে জ্বর আসলে;
>>>অবাক ভালবাসা = প্রথম ছেঁকা খাবার পর;
>>>সমর্পণ = পরীক্ষায় সাদা খাতা জমা দেয়া..... :D

➤ সিনেমার নাম গুলো যদি এমন হতোঃ

1. "লাইক্" না মিলেঙ্গি দুবারা।
2. কাভি ফেসবুক্, কাভি টুইটার্।
3. হাম ব্লক হো চুকে সানাম্।
4.ফেসবুক নে বানা দে জোড়ি।
5.যাব পোক কিয়া তো ডড়না কিয়া।
6.ইনবক্স আজ কাল্।
7.আজব ফটোস কি গজব ট্যাগিং।

➤ বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে বলা হলো:
সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দ্যাখো, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না।
কোনো প্রতিযুক্তি দেখাতে না পেরে বিয়ে করতে রাজি হয়ে গেল লোকটা।
অনেক বছর পরের কথা। দীর্ঘ সংসারজীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী, পুত্র-কন্যা। শুয়ে শুয়ে সে ভাবছে:
কেন যে বিয়ে করেছিলাম! পানি খেতে ইচ্ছে করছে না তো!

➤ মেয়ের স্ট্যাটাস - " " মন খুব খারাপ... :(

কমেন্টঃ
১. ওহ কি হইছে?
২. সব কিছু ঠিক তো!! আমি কি কল দিব?
৩. হেই মন খারাপ করোনা! বলনা কি হইছে?
৪. সব ঠিক হয়ে যাবে নো টেনশন!
৫. তোমার মন খারাপ দেখলে আমারও ভালো লাগে না!
৬. ওগো দুঃখ কুমারী, কিসের এত দুঃখ তোমার?
৭.আমাকে সব খুলে বল , আমি তোমার মন ভাল করে দেবো,
৮, দোহাই লাগে মন খারাপ করে থেকো না :(

ছেলের স্ট্যাটাস - " " মন খুব খারাপ...

কমেন্টঃ
১. সারা জীবন কানতেই থাক গাধা!
২. কি হইছে শালা?
৩. শালা এত ঢং শিখলি ক্যামনে?
৪. যা ভাব বাদ দিয়া দূরে যাইয়া মর!
৫. ওরে হারামি কই থাইকা মাইর খাইয়া আইছস যে কান্নাকাটি শুরু করছস?
৬. ছ্যাক খাইয়া গেলা নাকি মামু? হেহে:(
৭, মামা তোর এই হাল কে করল হাহা
৮, মন খারাপ করিস না যা আকিজ বিড়ি টান :P


কিছু উপশম

১. যদি তোমার মনে হয় যে তুমি বেঁচে আছ নাকি মরে গেছ, তা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই, তাহলে এক-দুই মাস বাড়ি ভাড়া দেওয়ার কথা ভুলে গিয়ে দেখ।

২. ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়লেই কেবল আমরা উপসংহারে পৌঁছাই।

৩. কখনো কোনো পরিস্থিতিতেই ঘুমের ওষুধ আর জোলাপ একসঙ্গে খাবেন না।

৪. সন্ধ্যার খবর শুরু করা হয় ‘শুভ সন্ধ্যা’ বলে। এরপর একে একে বলা হয় সন্ধ্যাটি কেন শুভ নয়।

৫. যদি বলো আকাশে চার বিলিয়ন তারা আছে, তাহলে না গুনেই সবাই সেটা বিশ্বাস করবে। কিন্তু যদি বলা হয়, মাত্র রং করেছি, চেয়ারের রংটা এখনো শুকায়নি, তাহলে সবাই হাত দিয়ে দেখবে।

৬. লক্ষ্যভেদ করতে চাইলে প্রথমে তীর ছোড়ো, তারপর যেটায় লাগে সেটাকেই লক্ষ্যবস্তু হিসেবে প্রচার করো।

৭. সময় খুবই ভালো উপশমক, কিন্ত রূপসজ্জাকর হিসেবে খুবই খারাপ।

৮. আতিথেয়তা এমন একটি গুণ, যার কারণে অতিথিরা ভাবে, যেন তারা নিজের বাড়িতেই আছে।

৯. আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। আর তাইতো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাজের দিকে শুধু তাকিয়েই থাকি।

১০. একজন সেলসম্যান হলেন সেই ব্যক্তি, যিনি এমনভাবে আপনাকে নরকে যেতে বলবেন যে আপনি যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন।

১১. একটি কার্ডের লেখা: তুমি ছাড়া জীবনটা খুবই দুঃসহ। মনে হচ্ছে, তুমি এখনো আমার সঙ্গেই আছ।

২০১১ এর হাস্যকর কিছু বাণী
এ বছরের হাস্যকর কিছু বানী → ↓
→ “আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা” -ফারুক খান।
→ “একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”-আবুল মাল আব্দুল মুহিত।
→ “দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন” ।-শাজাহান খান
→ “ইভটিজিং করতে হবে সীমার মধ্যে থেকে”- জনৈকপাতি নেতা
... → “পেঁয়াজ না খেলে কি হয়?” -ফারুক খান
→ “জয়নাল হাজারীর মতো ভালো মানুষ কমই আছে“-----আব্দুল গাফ্ফার চৌধুরী।
→ “বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন“ -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু।
→ “যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে“ --প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী
→ ''শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও'' --পররাষ্ট্র মন্ত্রী দিপুমনি।

➤আজ কালকার নতুন প্রজন্মের ছাত্রদের গানঃ

আমরা করব পাশ, আমরা করব পাশ একদিন
সারাদিন চালাই ফেসবুক, দেখিনা বই এর মুখ
আজাইরা কামে টাইম পাস
তবু এ মনে বিশ্বাস
আমরা করব পাশ একদিন......... ..




সবশেষে ডেসটিনি সংগীত
ডেসটিনি ও ডেসটিনি
লজ্জা-শরম ক্যাশ কিনি
... লোকের টাকায় দেশ কিনি ।

হেই হেই হেইও (সম্মিলিত চিৎকার)

আমরা ডেসটিনি করি
ইন করা শার্ট-টাই পড়ি

হেই হেই হেইও (সম্মিলিত চিৎকার)

আমরা লোকের পিছে পিছে ঘুরি
তাদের বিরক্ত করি

হেই হেই হেইও (সম্মিলিত চিৎকার)

আয় ছেলেরা আয় মেয়েরা
ডেসটিনিতে যাই
ডায়মন্ড হওয়ার স্বপ্ন নিয়ে
রাস্তায় ঘুরে বেড়াই ।

ডেসটিনি ও ডেসটিনি
লোকের টাকায় দেশ কিনি ।






➤জোকগুলো নেয়া হয়েছে ফেসবুকের বাংলা ছি:নেমা চালা, ঘুমাই BANGLA CHI:NEMA CHALA, GHUMAI পেজ থেকে এবং আরও কিছু জায়গা থেকে !
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

এশিয়ান র‍্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান !!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই মে, ২০২৪ রাত ৮:২০

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' ২০২৪ সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এশিয়ার সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়।তালিকায় ভারতের ৪০, পাকিস্তানের ১২টি, মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়... ...বাকিটুকু পড়ুন

×