
#
অনেকগুলো মৃত্যু যাপন করে এসছি আজ।
এইখানে—
প্রণয় সংসারে—
এবার এক টুকরো মাটি দাও
জীবন বপন করি। শুভ্র,—ঘন ঘোর জীবন!

#
দূরের দিগন্তে ফুটে আছে রক্তের ফল। রিক্ত। সূক্ষ্ম, সাদা। জমাট-বদ্ধ—
অন্ধ পৃথিবীর বেদনার গান ভালোবেসে
ভেঙে ভেঙে উঠে আসা ভুল। ওঃ ভুল! ওঃ আমার ভ্রম!—
দূরের দিগন্তেই, দিক হয়ে ফুটে আছো। ফুটে আছে এক মহাকাল—
ছবি সূত্র : Insta.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


