আমায় ধোকা দিয়া তুমি পার নাহি পাইবে
ব্যারিস্টার সুমনরে নিয়া আসবো লাইভে।
রিজভী কাকুরে নিয়া মিছিল দিবো শুক্রবারে
আরো বৃহৎ আন্দোলনে যাবো আমি ঈদের পরে
পিকেটিং করতে আনবো ডেকে হেলমেট বাহিনী
এটাতো কিছুইনা বাকি রইছে পুরা কাহিনি।
ডোনাল্ড ট্রাম্প টুইট করবে কাম ব্যাক বোকা
হ্যাস ট্যাগ সে নো টু ধোকা।
প্রধানমন্ত্রী তোমার সাথে করবে ভিডিও কনফারেন্স
য়ু হ্যভ টু বুঝতে হবে, এটাই সায়েন্স।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেও হয়না যদি কাজ
কি আর করা মাথায় পরবো মরণ-বিষের তাজ।
ছাগল গরু সিন্নি দিয়া লেংটা বাবার মাজারে
আমরন অনশনে যাবো সাথে আন্না হাজারে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



