নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দিবে তাদেরকে ভিসা না দেওয়ার হুমকির মাধ্যমে আম্রিকা বিএনপি সহ অন্যান্যদের তত্বাবধায়ক সরকারের দাবিকে ইগনোর করলো।
মানে আম্রিকা চায় আওয়ামীলীগের অধীনেই নির্বাচন হোক তবে নিরপেক্ষ হোক।
এখন আওয়ামিলীগ নির্বাচনে কারচুপি করে আরও পাচ বছরের জন্য ক্ষমতায় গেলে তাদের ক্ষতি বলতে যা হবে তা হচ্ছে আম্রিকার (হয়তো কানাডারও) ভিসা না পাওয়া এই যা। এছাড়া বড় কোনো লস নাই।
কিন্তু আওয়ামিলীগ আম্রিকার ভিসা না পাইলে বিরোধীদের কি লাভ হবে তা বুঝতে পারতেসি না, তারা এতো খুশি হওয়ার কারণ কি?
বিরোধীরা এখন খুশি না হয়ে বলা উচিত "আমাদের কোনো লাভলস নাই, আমাদের জীবনটাই লস"
ভিসা স্যাংশনের হুমকি আওয়ামিলীগের জন্য লাভজনক বলেই প্রতীয়মান হইতেছে ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:২৪