১ নং প্রশ্নঃ
মদন আলি হুন্ডি ব্যবসায়ী, একদিন রাতে বাজারে চায়ের দোকানে উনি টাকা নিয়ে উনার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিলেন, এমন অবস্থায় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে র্যাব ৪২০ এর একটি দল সেখানে উপস্থিত হয়, মদন আলি র্যাবের দিকে পিস্তল তাক করে এলোপাতাড়ি গুলি করতে থাকে, র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মদন আলি নিহত হয়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ব্যগ ভর্তি বিশলাখ টাকা উদ্ধার করা হয় এবং মদন আলির ক্লায়েন্ট *দন আলিকে গ্রেফতার করা হয়।
ক) ক্রসফায়ার কি?
খ) হুন্ডি ব্যবসা বলতে কি বুঝো?
গ) মদন আর *দন আলি দুজনকেই কি তুমি সমান অপরাধী মনে করো? বিস্তারিত লেখো ।
ঘ) হুন্ডি ব্যবসার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে কি তুমি একমত? বিস্তারিত লেখো
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১:০০