আর্টে "Kill your dirlings" বলে একটা কথা আছে, মানে আপনার কবিতা গল্পে দৃশ্যে পেইন্টিংয়ে এমন কিছু জিনিস আছে যা আপনার প্রিয় কিন্তু আপনার গল্পে তার কোনো প্রভাব বা প্রয়োজনীয়তা নাই, তো সেই জিনিসটা আপনার প্রিয় হলেও সেটা বাদ দিতে হবে।
কবিরা কবিতা লেখে শত শত, প্রকাশ করে অল্প, অনেক কবিতা ছিইড়া ফালায় দেয়। সিনেমা থেকে ইডিটিংয়ে বাদ পড়ে অনেক দৃশ্য যা হয়তো পরিচালক বা অভিনেতার প্রিয় সিন ছিলো, যা করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, পয়সা ব্যায় হয়েছে ।
শুধু আর্টে না বাস্তব জীবনেও সুখ শান্তি ন্যায়ের জন্য ডার্লিংকে কিল তথা ত্যাগ করতে হয়, মানষিক শান্তি রক্ষার্থে টক্সিক আপনজন ব্য বন্ধুকে ত্যাগ করতে হয়। ন্যায়ের পথে থাকতে গিয়ে পছন্দের রাজনৈতিক নেতাকে ত্যাগ দিতে হয়, পছন্দের ধর্মীয় ব্যক্তিত্ব অধর্মের চর্চা শুরু করলে তাকে ত্যাগ দিতে হয়। সিক্সপ্যাক পাইতে হইলে পছন্দের আইসক্রিম আর মিস্টি ত্যাগ দিতে হয়।
আর্টে আপনি যত দ্রুততার সাথে আপনার ডার্লিংকে কিল করতে পারবেন আর্টে ক্ষতি তত কম হয়, এইটা করা কস্টের, পছন্দের জিনিসকে ধ্বংস করা আসলেই কস্টের, কিন্তু পার্ফেকশন পাইতে হইলে এটা অবলিগেটরি, বাস্তবেও সেইম, কিলিংটা করতে হবে বিফর ডেমেজ হ্যাজ বিন ডান।
আসুন আমরা সবাই আমাদের ডার্লিংদের কিল করি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২