১। ইউনুস সরকারের প্রতি আমার প্রথম সমালোচনা।
তিনি সলিমুল্লাহ খানকে উনার ক্যাবিনেটে রাখেন নাই কারন সলিমুল্লাহ স্যার কমিউনিস্ট। আর আমেরিকা কমিউনিস্ট দু চোখে দেখতে পারে না।
এটা থেকে বুঝা যায় উনি আমেরিকার প্রতি দূর্বল, এবং আমেরিকার কথায় চলেন, আমেরিকা উনারে বলছে কমিউনিস্ট না রাখতে। এখন তিনি আমেরিকাকে অনৈতিক সুবিধা দিলেও অবাক হবো না।
কারো কাছে কোনো কাউন্টার আর্গুমেন্ট থাকলে পেশ করতে পারেন।
২ । কেন সমালোচনা করবেন?
বিএনপি দেশকে পাকিস্তান বানাতে চায়, কিংবা আওয়ামী লীগ চায় দেশ ভারতের কাছে বিক্রি করতে, বা ইউনুস আমেরিকার কাছে। এইগুলা পপুলার সমালোচনা । কিন্তু বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিলো, দেশ পাকিস্তান হয়নাই, লীগ দেশরে ভারতের কাছে বিক্রি করেনাই, তেমনি ইউনুসও দেশ আমেরিকার কাছে বিক্রি করবেনা।
তবে কেনো আমরা এই আলাপ জারি রাখবো?
জারি রাখবো এই কারণে যে আপনি আলাপ বন্ধ করলে এই বিষয়গুলো ঘটা অসম্ভব না। আপনি এই আলাপ করতেছেন এজন্যই লীগ দেশকে ভারতের কাছে বিক্রি করেনাই, আপনি আলাপ করতেছেন এজন্যই বিএনপি দেশকে আবার পাকিস্তান বানায় নাই, আপনি এখন এই আলাপ করবেন এজন্যই ইউনুস দেশকে আমেরিকার কাছে বিক্রি করবে না।
আমরা যত বলবো ইউনুস দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে, উনি নিজেকে ততটাই আমেরিকার থেকে দূরে রাখার চেষ্টা করবেন, উনি ততটাই আমাদের কাছে প্রমাণ করতে চাইবেন যে উনি আমেরিকার দালাল না।
আমরা কিছু তথ্য সামনে এনে বলবো, দেখেন আপনি আমেরিকারে এই এই সুবিধা দিছেন, আমেরিকার সাথে আপনার দহরম মহরম । এইগুলা প্রমাণ করে আপনি আমেরিকার পারপাস সার্ভ করতেছেন। তখন উনি আমেরিকারে সুবিধা দেওয়া কমাবেন, দহরম মহরম না কমালেও প্রকাশ করবেন না, পরিশেষে এটা আমাদের দেশের জন্য লাভজনক ।
তাই সমালোচনা চলুক।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯