
গণশত্রু শফিকের চিকিৎসা হওয়া দরকার, সে একটা প্যাথলজিক্যাল লায়ার। আমার মনেহয় সে সকালে ঘুম থাইকা উইঠাই আয়নার সামনে দাঁড়াইয়া সে শপথ নেয় 'যাহা বলিব মিথ্যা বলিবো, মিথ্যা বই সত্য বলিবো না'।
করিডোর নিয়া প্রথম আলাপ হয় গত বছরের ডিসেম্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে। অথচ আমরা জানতে পারছি চারমাস পরে। কেনো এই চারমাস আমাদের থেকে বিষয়টি আড়াল করা হলো? এখন আর কি কি আড়াল করা হচ্ছে যা ভবিষ্যৎ প্রকাশ পাবে।
শফিক ২৯ এপ্রিল বললো যে করিডোর নিয়া কারো সাথে এমনকি জাতিসংঘের সাথেও আলাপ হয়নাই। মানে ডিসেম্বরে নিজেদের মধ্যে আলাপ সেরে ফেলেছে অথচ মার্চে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে এ নিয়া আলাপ হয়নাই তা আমাদেরকে বিশ্বাস করতে বলে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


