গতকাল আওয়ামিলীগের একটা বড় বিজয় হইয়া গেলো।
গণজাগরণ মঞ্চের আদলে শাহবাগে আরেকটা প্লাটফর্ম তৈরী করে আওয়ামি বিরোধী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলাই ছিলো ৮ তারিখ আন্তর্জাতিক গাধা দিবসে শুরু হওয়া আন্দোলনের প্রধান লক্ষ্য।
কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় এবং তাদের অবরোধে লিল্লাখোর কয়েকটা ছাড়া আর কেউ না যাওয়া তারা বুঝতে পারছে যে আওয়ামিলীগের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন দাড় করানো যাইতো না।
ফলে তারা তড়িঘড়ি করে একটা ল্যাংড়া লুলা সিদ্ধান্ত নেয়।
শাহবাগে সর্বস্তরের মানুষ গেছিলো, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় সহ সবাই। শেষে এমন অবস্থা খাড়াইছিলো যে শাহবাগে না গেলে স্বাধীনতা বিরোধী শক্তির সমর্থক হিশেবে মার্ক করা হইতো। তো সবাই সেখানে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক যাইতো। কিন্তু শাহবাগ 'লাইটে' সেটা করা যায় নাই। এটাকে সার্বজনীন করা যায় নাই। সেই না যাওয়ার ব্যার্থতা ঢাকতেই আওয়ামিলীগের কার্যক্রম নিষিদ্ধ করার সান্ত্বনা পুরস্কার দেওয়া হইছে।
এই সিদ্ধান্ত প্রমাণ করে দেশ থেকে আওয়ামিলীগ নিষিদ্ধ করা সম্ভব না এমনকি আওয়ামিলীগের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনেও জয়ী হওয়া তো দূরের কথা আন্দোলন খাড়া করানোও সম্ভব না।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


