চকুরী জীবনে বেতন হাতে পেলে সারা মাসের কষ্ট মুহুর্তের জন্য কোথায় যেন হারিয়ে যায়। যদিও ক্রমবর্ধমান মুল্যবৃদ্ধীর ফলে কষ্টের উপার্জন দ্বারা প্রয়োজন মেটানো সম্ভম্পর হয়ে ওঠেনা আমাদের অনেকের। শ্রম দিয়ে তার ন্যায্য মজুরী পাচ্ছে না অনেকে। চাহিদার কোন শেষ নেই এই মনুষ্য জগতে। যার যত আছে হয়তো তার আর একটু বেশী হলে ভাল হতো। কত বেতন পেলে আমরা আসলে পরিপূর্ন তৃপ্ত হবো সেটা নিজেরাও হয়তো নির্ধারন করতে হিমশিম খাবো। তবে এই পৃথীবিতে বিশিষ্ঠ ক্ষমতাবানরা কতটা বেতন পায় সেটা জানার কৌতুহলটা সবার মাঝেই আছে। বিশেষ করে আমার মাঝে। সেই কৌতুহল মেটানোর জন্য অনলাইনে বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পারলাম কিছুটা যা আজ সবার সাথে শেয়ার করলাম।
দুনিয়র ক্ষমতাধর ব্যাক্তি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা কে কতটা মজুরি পান ? এই প্রশ্নের জবাবে বেশীরভাগ মানুষ হয়তো ভাববেন অবশ্যই সবথেকে প্রভাবশালী বারাক ওবাবার বেতনি তো হবার কথা। কিন্তুু বাস্তবিক ব্যাপারটা একটু ভিন্ন। ভারতীয় একটি গবেষনা প্রতিষ্ঠান এবিষয়ে একটি প্রতিবেদনও বের করেছে। সেটাই তুলে ধরলাম।
১. প্রথম অবস্থানে আছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের। ইনার বাৎসরিক বেতন ২৫ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা। যা প্রতি মাসিক হিসেবে পড়ে ২ কোটি ৯ লাখ ৮১ হাজার টাকা।
২.দ্বিতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবাবা। বেতন হিসেবে বাৎসরিক ৩ কোটি ৫ লাখ টাকা। মাসিক ২৫ লখ ৪১ হাজার টাকার একটু বেশী। রুশ প্রধানমন্ত্রীর তুলনায় নেহায়েতত অনেক কম।
৩. তালিকার তৃতীয় অবস্থানে আছেন জার্মানির চ্যান্সেলর আ্যান্জেলা মেরকেল। বাৎসরিক ৩ কোটি ৫ লাখ টাকা। যা বারাক ওকাবার প্রায় সমান।
৪. চতুর্থ অবস্থান বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো। বাৎসরিক ২ কোটি ৫২ লাগ ৩৫ হাজার টাকা।
৫. পাঁচ নম্বর স্থানটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাৎসরিক ২ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকা।
৬. ষষ্ঠ স্থানে আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনি। বাৎসরিক ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
৭. সপ্তম স্থানে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বাৎসরিক ১ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকা।
৮. অষ্টম অবস্থান নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রট। বাৎসরিক ১ কোটি ৫০ লাগ ৬৫ হাজার টাকা।
৯. নবম অবস্থান দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি লি মুঙ্গাবাক। বাৎসরিক ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার টাকা।
১০. দশ নম্বরে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তৈয়ফ আর্দোয়ান। বাৎসরিক ৫৬ লাখ ৯০ হাজার টাকা।
১১. তালিকার এগারো নম্বর স্থান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাৎসরিক ৩০ লাখ ৭৪ হাজার টাকা।
১২. বারো নম্বর অবস্থান ভারতের সাম্প্রতিক মসনদে বশা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। বাৎসরিক ২৫ লাখ ১৫ হাজার টাকা।
১৩. তের নম্বরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাৎসরিক ২৩ লাখ ৬৮ হাজার টাকা।
১৪. চৌদ্দ তম স্থান যুদ্ধবিদ্ধস্ত দেশ আফগানিস্থানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। বাৎসরিক ৪ লাখ ৮৭ হাজার টাকা।
১৫. তালিকাটির পনেরতম স্থান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। বাৎসরিক ২ লাখ ৩৪ হাজার টাকা।
বলুন তো এতো টাকা বেতন দিয়ে উনারা কি করেন!!?
আমাদের দেশে ২০০৯ সালের বেতন কাঠামো অনুসারে ৮৩ শতাংশ বাড়ানোর ফলে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা। প্রধানমন্ত্রীন ৫৮ হাজার ৬০০ টাকা। মন্ত্রীদের ৫৩ হাজার ১০০ টাকা। প্রতিমন্ত্রীদের ৪৭ হাজার টাকা। উপমন্ত্রীদের ৪৫ হাজার ১৫০ টাকা। জাতীয় সংসদের স্পিকারের ৫৭ হাজার ১০০ টাকা। ডেপুটি স্পিকারের ৫৩ হাজার ১০০ টাকা। প্রধান বিচারপতির ৫৬ হাজার টাকা। আপিল বিভাগের বিচারপতাদের ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতাদের ৪৭ হাজার টাকা। সাংসদদের ২৭ হাজার ৫০০ টাকা।
তথ্য সুত্রঃ bbn24.com.