গেছিলাম ময়লাপোতা(সোনাডাংগা) মেথরপট্টিতে৷ সকালবেলায় টয়লেটে ঝামেলা৷ দর কষাকষিতে এক পর্যায়ে ঐ জায়গার ধনুকে হঠাৎ বলে উঠলাম...
: এই সর এই জায়গা থেকে...৷
হঠাৎ দেখি পাশ থেকে কে যেন আমাকে বলে উঠলো,"এই সর এই জায়গা থেকে"৷ ভালো করে তাকিয়ে দেখি আশেপাশে কেউ নাই৷ আমিতো পুরাই তাজ্জব৷ আমি অবাক হয়ে ধনুকে বললাম,এই ধনু কে কথা বললো?
ধনু বললো,ভাই চালের ওপরে তাকায়া দেখেন৷ তাকায়া দেখি একটা শালিক৷ আমি বললাম...
: কিরে এ দেখি কথা বলে :O !
: হ ভাই ভালই কথা বলে
: কসকি :O !
: তয় ভাই গালাগালি কইরেন না৷ তাইলে কিন্তু আপনারে ধুইয়্যে দেবেনে
: :O ৷ ট্রেনিং দেওয়া নাকি :O !
: না ভাই ট্রেনিং দেওয়া না৷ এইখানে সারাদিন যেইরকম গালাগালি চলে তাতে আর ট্রেনিং লাগেনা
#ঘটনা_শতভাগ_সত্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



