somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লা রোশফুলো বচন

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

✔অধিকাংশ ক্ষেত্রেই আমাদের
সদগুণগুলি ছদ্মবেশি দোষ ছাড়া কিছু
নয়।
✔যাকে আমরা সদগুণ বলি প্রায়ই তা
শুধু বিচিত্র কর্ম ও
স্বার্থের সমাহার, ভাগ্য
বা প্রচেষ্টাবলে যা একত্রিত
হয়েছে। শুধুমাত্র
বীরত্ব বা সততার জোরে
পুরুষেরা বীর
বা মহিলারা সৎ হয় না।
✔আমাদের ভাবাবেগগুলিকে যতই
আমরা ধার্মিকতা আর
আত্মমর্যাদার মোড়োক
দিয়ে ঢেকে রাখি না কেন, ঠিক
তারা আবরণ
ভেদ করে দৃষ্টিগোচর হয়।
✔এই দয়াশীলতাকে গুণ হিসেবে
জাহির করা হয়,
কিন্তু এর আসল কারণ হল দাম্ভিকতা,
কখনো বা আলস্য, অধিকাংশ
ক্ষেত্রে ভয়
এবং প্রায় সর্বদাই তিনটিই
একসঙ্গে।
✔অন্যের দুঃখ সহ্য করার মত ক্ষমতা
আমাদের আছে।
আত্মাভিমানের মতো অত বড়
তোষামোদকারী আর
কেউ নেই।
✔দর্শনের কাছে অতীত এবং
ভবিষ্যৎ দুঃখ সহজেই
পরাভূত হয়। কিন্তু বর্তমান
দুঃখকে সে ঠেকাতে পারে না।
✔সবচেয়ে নির্লজ্জ আবেগগুলিকে
নিয়েও
মাঝে মাঝে আমরা বড়াই করতে
ছাড়ি না। কিন্তু
ঈর্ষার মত একটি ক্ষীণ ও লজ্জাজনক
আবেগের
কথা স্বীকার করতে আমাদের
সাহসে কুলায় না।
✔প্রকৃতি আমাদের আমাদের
অহমিকা দিয়েছে যাতে আমরা
আমাদের
অসম্পূর্ণতাগুলিকে জানার
যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়ে
যাই।
✔সত্য জগৎসংসারের যতটা না
উপকার করে, সত্যের
ভনিতা তার চেয়ে অনেক বেশি
ক্ষতি করে।
✔প্রেমের পরিণাম
খুঁটিয়ে দেখলে বোঝা যাবে
প্রেমের
সঙ্গে বন্ধুত্বের চেয়ে ঘৃণার মিল
বেশি।
✔এমন মেয়েকে খুঁজে পাওয়া শক্ত
নয় যার একজনও
প্রেমিক নেই; কিন্তু যার কেওবল
একটিই প্রেমিক
তেমন মেয়েকে খুঁজে পাওয়া কঠিন।
✔আগুনের মত প্রেমও অনবরত
নাড়াচাড়া ছাড়া টিকতে পারে
না। তাই
আশা বা আশঙ্কা কোনটাই
না থাকলে সে মরে যায়।
✔আমাদের অবিশ্বাসে অন্যদের
প্রতারণার
নায্যতাই প্রমাণিত হয়।
✔পরস্পরকে ঠকাতে না পারলে
লোকে সমাজে
টিকতে পারত না।
✔সুবিবাহের কথা শোনা যায়,
কিন্তু সুখকর
বিবাহের কথা শোনা যায় না।
✔অন্যদের সামনে আত্মগোপন
করে থাকতে আমরা এতটাই অভ্যস্ত
যে, শেষ পর্যন্ত
নিজেদের কাছেও আমরা
আত্মগোপন করে থাকি।
✔যেসব মেয়েরা প্রেমের কারণে
নিজেদের
সর্বনাশ করেছে প্রেমই তাদের
ন্যূনতম অপরাধ।
✔ধূর্ত লোকেদের
প্রতারণা থেকে বাঁচতে কখনো
কখনো তাদের
সঙ্গে রূঢ় ব্যবহার করতে হয়।
✔নিজের সমস্ত যুক্তিকে অনুসরণ
করার
ক্ষমতা আমাদের নেই।
✔বোকা লোকেদের সাহচর্য
ছাড়া বুদ্ধিমানেরা প্রায়ই খুব
বিব্রত বোধ করে।
✔কেবল বড় বড় গুণ থাকলেই চলবে না,
সেই
সঙ্গে দরকার পরিমিতি।
✔মেয়েদের গাম্ভীর্য এমন এক
প্রসাধন
যা দিয়ে তারা তাদের সৌন্দর্য
বাড়িয়ে তোলে।
✔মহিলাদের সতীত্ব অনেক সময়ই শুধু
সুখ্যাতি ও
বিশ্রামপ্রিয়তা।
✔স্বার্থান্বেষীরা সব ধরণের
ভাষায়
কথা বলতে পারে, সব ধরণের লোকের
ভূমিকায়
অভিনয় করতে পারে। এমনকি
উদাসীন লোকের
ভূমিকায়ও।
✔সত্যিই যদি আমরা নির্দোষ
হতাম, অন্যের দোষ
দেখিয়ে অতটা উল্লসিত হতাম না।
✔সুখ্যাতির ভার সইতে না পেরে
অনেকেই
ওপরে ওঠার বদলে নিচে নেমে যায়।
✔অন্যের মুখে প্রেমের কথা না
শুনলে অনেক লোক
কোনদিনই প্রেমে পড়ত না।
✔সত্যিকার প্রেমের সঙ্গে ভূতের
খুব মিল আছে।
সকলেই ও দুটোর কথা বলে, কিন্তু
প্রায় কেউই
দেখেনি।
✔প্রশংসা পাওয়ার জন্যই
সাধারণত আমরা অন্যের
প্রশংসা করে থাকি।
✔আত্মবিশ্বাসহীন লোকের পক্ষে
সহজতম পন্থা হল
নীরবতা।
✔সকলেই তাদের স্মৃতিশক্তি নিয়ে
আক্ষেপ করে,
কিন্তু বিচারশক্তি নিয়ে নয়।
✔যে মনে করে গোটা পৃথিবীকে
বাদ দিয়ে শুধু
নিজেকে নিয়েই থাকা সম্ভব, সে
বিরাট ভুল
করে। কিন্তু যে ভাবে তাকে বাদ
দিয়ে কারুর
চলবে না সে আরও বড় ভুল করে।
✔সকলেই হৃদয় দিয়ে প্রশংসা করে,
মস্তিষ্ক
দিয়ে প্রশংসা করার সাহস নেই
বলে।
✔অসাধারণ প্রতিভার সবচেয়ে বড়
প্রমাণ হল
হিংসুটেরাও তার প্রশংসা করতে
বাধ্য হয়।
✔যেরকম
তাড়াহুড়ো করে লোকে কৃতজ্ঞতা
থেকে মুক্ত
হতে চায় তা প্রায় অকৃতজ্ঞতারই
নামান্তর।
✔কেউই মুক্তহস্তে কিছু দেয় না, শুধু
উপদেশ ছাড়া।
✔কোনো অভিসন্ধি নয়,
বেশিরভাগ সময়ই
বিশ্বাসঘাতকতার আসল কারন হল
দুর্বলতা।
✔আমরা যখন প্রশংসাবাক্যকে
অস্বীকার করি তখন
আমরা দ্বিতীয়বার প্রশংসিত
হতে চাইছি বলে ধরে নিতে হবে।
✔বড় বড় লোকেদেরই বড় বড় দোষ
মানায়।
✔মাঝে মাঝে আমরা মনে করি
আমরা
তোষামোদকে ঘৃণা করছি, কিন্তু
আসলে আমরা তোষামোদকে ঘৃণা
করি না,
করি তোষামোদের বিশেষ
ধরণটিকে।
✔আমাদের ঘৃণা যখন ভয়ঙ্কর হয়ে
ওঠে তখন যাদের
ঘৃণা করি তাদের চেয়েও নিচে
নেমে যাই।
আমাদের সবচেয়ে ভাল কাজগুলোর
জন্য আমরা কম
✔লজ্জা পেতাম না যদি লোকে
জানতে পারত
আসলে কি উদ্দেশ্যে আমরা সেগুলি
করেছি।
✔ছোট ছোট অদূরদর্শিতার চেয়ে বড়
রকমের
বিশ্বাসঘাতকতাকে মেয়েরা
সহজে ক্ষমা করে।
✔অধিকাংশ মেয়েই বন্ধুত্বের
সন্ধান পায় না, কারণ
ভালবাসার গন্ধ পেলেই তারা
নিস্তেজ
হয়ে পড়ে।
✔মননশীল নির্বোধের মত
অস্বস্তিকর আর কেউ নেই।
প্রথম প্রেমের সময়
মেয়েরা ভালবাসে প্রেমিককে,
অন্য সময়
প্রেমকে।
✔মানুষে মানুষে ঝগড়াঝাঁটি
মোটেই এর
দীর্ঘস্থায়ী হত না, যদি দোষটা
সত্যিই একপক্ষের
হত।
✔আমরা খুব সহজে অন্যদের
খুঁতগুলিকে গালমন্দ করি,
কিন্তু কখনোই সেগুলোর
সাহায্যে নিজেরগুলিকে শুধরে
নিই না।
✔প্রেম ও বিচক্ষণতা একে অপরের
জন্য নয়।
ভালবাসা বাড়লে বিচক্ষণতা কমে
যায়।
✔কোনো এক বিশেষ ব্যক্তিকে
চেনা সমগ্র
মানবজাতিকে চেনার চেয়ে শক্ত।
✔সে লোকটি কাউকে খুশি করতে
পারে না সেই
লোকটির চেয়ে যে লোকটিকে
কেউই
খুশি করতে পারে না সে অনেক
বেশি অসুখী।
✔কারও চরিত্রে হাস্যকর কিছু
পাওয়া না গেলে বুঝতে হবে যথেষ্ঠ
ভালো করে খোঁজা হয় নি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারী একা কেন হবে চরিত্রহীন।পুরুষ তুমি কেন নিবি না এই বোজার ঋন।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১২:৫৪



আমাদের সমাজে সারাজীবন ধরে মেয়েদেরকেই কেনও ভালো মেয়ে হিসাবে প্রমান করতে হবে! মেয়ে বোলে কি ? নাকি মেয়েরা এই সমাজে অন্য কোন গ্রহ থেকে ভাড়া এসেছে । সব... ...বাকিটুকু পড়ুন

মুসলিম কি সাহাবায়ে কেরামের (রা.) অনুরূপ মতভেদে লিপ্ত হয়ে পরস্পর যুদ্ধ করবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:৪৯




সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

মসজিদে মসজিদে মোল্লা,ও কমিটি নতুন আইনে চালাচ্ছে সমাজ.

লিখেছেন এম ডি মুসা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:২৩

গত সপ্তাহে ভোলার জাহানপুর ইউনিয়নের চরফ্যাশন ওমরাবাজ গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোকটি নিয়মিত মসজিদে যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়েনি, জানা গেল সে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, স্বীকারোক্তিতে সে... ...বাকিটুকু পড়ুন

=সকল বিষাদ পিছনে রেখে হাঁটো পথ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:৩৮



©কাজী ফাতেমা ছবি

বিতৃষ্ণায় যদি মন ছেয়ে যায় তোমার কখনো
অথবা রোদ্দুর পুড়া সময়ের আক্রমণে তুমি নাজেহাল
বিষাদ মনে পুষো কখনো অথবা,
বাস্তবতার পেরেশানী মাথায় নিয়ে কখনো পথ চলো,
কিংবা বিরহ ব্যথায় কাতর তুমি, চুপসে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিরোধী মতের কাউকে নীতি মালায় নিলে কি সত্যি আনন্দ পাওয়া যায়।

লিখেছেন লেখার খাতা, ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

ব্লগ এমন এক স্থান, যেখানে মতের অমিলের কারণে, চকলেটের কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক তর্কাতর্কি বিতর্ক কাটা কাটি মারামারি মন্তব্যে প্রতিমন্তব্যে আঘাত এগুলো যেনো নিত্য নৈমিত্তিক বিষয়। ব্লগটি... ...বাকিটুকু পড়ুন

×