অতঃপর ২০মার্চ,২০২০ থেকে আজ অবধি তৃতীয় শুক্রবার অতিবাহিত হতে চলেছে......দেশের প্রত্তন্ত অঞ্চল থেকে নির্ঘুম স্বপ্নগুলো রাজধানী ঢাকায় আর আসেনা করোনার বিষাক্ত ছোবলের কারনে | স্বপ্নগুলো আজ গৃহবন্দী ||
প্রতি বৃহস্পতিবার রাতে যে স্বপ্নগুলো রাজধানীমুখী হত আজ তা নিস্তব্ধ হয়ে গেছে ||| স্বপ্নবাজ মানুষগুলোকে ঘিরে যাদের নতুন আয়ের উৎস হত আজ তারাও নিশ্চুপ হয়ে গেছে |||| রাস্তার ভাসমান প্রাণীরা ভাবত এইতো আর কয়েকদিন বাদে শহরে নতুনের আগমন হবে, আহারের চিন্তা নাই !!! আজ তারাও ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, কই!!!!!! এই শহরের স্টেশন, চায়ের টং, রেস্তোরাঁগুলো এত নির্জীব কেন !!!!!!! কে বলবে ওদের, কে বোঝাবে ওদের সৃষ্টিকর্তার হিসাব বোঝা বড় কষ্টসাধ্য কাজ !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


