একের পর এক সেই লেভেল এর কাজ আসছে ওটিটি প্লাটফর্মে।মোট কথা ওটিটি প্লাটফর্মের স্বর্ণ যুগ এর সূচনা দেখছি আমরা।ওটিটি যদি কাজের মান ধরে রাখতে পারে তে হইলে বিনোদন জগৎ এর সব হিসাব পালটে যাবে। টিভি কোম্পানি গুলোর জন্য সামনের দিনগুলো শুধুই অন্ধকার। এক ঘন্টার নাটকে আধা ঘন্টা বিজ্ঞাপন দেখাইছে। টিভির সামনে বইসা আমরা চুল ছিড়ছি আর চিল্লাইছি ,কথা কানে নেয় নাই ,পাত্তাও দেয় নাই এখন সাটার বন্ধ করা ছারা আর উপায় দেখি না।সময় পেলে ওটিটি কাজগুলো দেখছি খুব চমৎকার লাগছে।একই ডাইরেক্টর,স্ক্রিপ্ট রাইটার , অভিনেতা , অভিনেত্রী কিন্তু তখন কার কাজ এর মান এর সাথে এখন কার কাজ এর মান এর কোনো তুলনাই হয় না।ওটিপি প্লাটফর্ম এদের টেলেন্ট বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে।যার জন্য এতো ভালো মানের সিরিজ গুলো আসছে। ২৯ জানুয়ারী Binge অ্যাপে জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ এর সাসপেন্স থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ The Silence" রিলিজ হয়েছে। দুই দিন সময় নিয়ে দেখে ফেললাম।সংক্রমণ, ঘোর, নিপীড়ন, দখল, অধিকার এবং উপনিবেশ ইত্যাদি নাম দিয়ে ছয়টি এপিসোড তৈরি করা হয়েছে। সিরিজ প্রতিটির দৈর্ঘ ২৮ থেকে ৪৪ মিনিট ,সব মিলিয়ে ৩ ঘন্টা। সিরিজ এর কাহিনী সংক্ষেপে বলতে গেলে সাইলেন্স' একটি খেলা, যে খেলায় থাকতে হবে এক বছর সাইলেন্ট। যেখানে একটি কথা না বলে এক বছর থাকতে পারলে পাবেন দশ কোটি টাকা! হেরে গেলে থাকবে না কোনো শাস্তি! কিন্তু কেন? সেটা জানা যাবে পুরো সিরিজটি দেখার পর।মূলত লোভ কি ভাবে মানুষকে গ্রাস করে সেটাই ফুটিয়ে তুলা হয়েছে এই সিজটিতে। এই সিরিজ টি প্রথমেই ভিন্ন মাত্রা যোগ করেছে এর কাস্টিং এর কারণে এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, আবদুন নূর সজল সহ আরও অনেকে। মেহজাবিন ও শ্যামল মাওলা অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে মেহজাবিন কিন্তু ফাটিয়ে দিয়েছে।মেহ্জাবিন এর আগের নাটকের চরিত্র গুলোর সাথে এই ওয়েব সিরিজ এর চরিত্রে অনেক পার্থক্য লক্ষ করা যায়।১০ এ ৮ দেওয়া যায়। শ্যামল মাওলা কে আমার সব সময় আন্ডার রেটেড অভিনেতা মনে হয়েছে কারণ উনাকে এক্সপেরিমেন্টাল চরিত্র গুলোতে বেশি মানায়। আর এই ওয়েব সিরিজ টা তাকে সেই সুযোগ করে দিয়েছে। ১০ এ ৭ দেওয়া যায়। আজিজুল হেকিম ,বিজরী বরকতুল্লাহ ,ও সজল এর অভিনয় ওয়েব সিরিজ টিকে ভিন্ন মাত্রা দিয়েছে। লক্ষ করার মত বিষয় হচ্ছে আজিজুল হাকিম আগের ধাঁচে অভিনয় থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছেন নিজের চরিত্র নিয়ে সাহস করে ভালোই এক্সপেরিমেন্ট করেছেন।চরিত্রের ভেরিয়েশন দেখে বুঝা যায় মঞ্চের অভিনেতা চাইলে কি না পারে।১০ এ ৬ দেওয়া যায়। বিজরী কঠিন চরিত্রে অভিনয় করেছেন ডায়লগ খুবই কম কিন্তু এক্সপ্রেশন দিয়ে সুন্দর মতো সব গুলো ধাপ অতিক্রম করেছেন বিজরী ছারা ওই চরিত্রে অন্য কাউকে কাস্টিং করলে এক দম ফুটে উঠতো না। ১০ এ ৮ দিতেই হবে। সজল ও ভালোই এক্সপেরিমেন্ট করেছেন নিজের চরিত্র নিয়ে নতুন ভেরিয়েশন এনেছেন ভালো লাগছে ১০ এ ৮ দেওয়া যায়। বেক গ্রাউন্ড মিউসিক , কালার কোডিং ও সাউন্ড এর কাজ খুবই ভালো হয়েছে এছাড়া সিনেমাটোগ্রাফি, কস্টিউমস, প্রস্থেটিক মেকআপ, প্রোডাকশন ডিজাইন, ড্রোন শট, কালার প্লেট সবকিছুতেই যত্নের ছাপ স্পষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনে হুকড্ করে রাখতে পারার জন্য ভিকি জাহেদ ও টেকনিকাল টিম সফল। ভিকি বরাবরের মতোই সহজ জিনিস দেখিয়েছেন টুইস্টের মধ্যে দিয়ে। একটা বিশাল টুইস্ট আছে সিরিজে যেটার আভাস ট্রেলারে থাকলেও ধরার উপায় ছিলো না।ওটিটিতে 'দ্য সাইলেন্স' এক নতুন সংযোজন হয়ে থাকবে। দারুণ সিরিজটি এখনই বিনামূল্যে এনজয় করতে পারবেন ওটিটি প্লাটফর্ম বিঞ্জে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১২