এইযে তুমি নাথাকাতেও অনেক থাকো,
মাতাল রাখো, স্বপ্ন মাখো,
এসব আমার মনের ব্যাথা, ধ্যুৎ অযথা!
এই যে তুমি আঁধার ভারে মনের তারে
যখন তখন দিচ্ছো হানা!
অলস হৃদয় খোলস ফেলে
ইচ্ছেমত মেলছে ডানা!
তাই আমার ঘুমের দেশে, ব্যাগ্র বেশে,
তোমায় এমন আসতে মানা!

তুমি আবার চোক্ষে ডাসো, বোক্ষে ভাসো,
কক্ষ জুড়ে বেসুর ফুঁড়ে, আলতো হেটে কিংবা উড়ে
সুরেলা টান কিই যে টানো,
ওসব আমার ধাত সহেনা!
তাই আমার মনের ঘরে, হুটহাট করে
তোমায় এমন আসতে মানা!

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




