টাকাই রাজা
এই জগৎতে টাকা হলো সবার চেয়ে দামী,
টাকা ছাড়া সবার জীবন যেন মরুভূমি ।
টাকা যদি থাকে কাছে তাইলে সবাই রাজা,
রাজা প্রজার বিচার করে টাকার মানুষ যারা ।
বড় বড় প্রশাদ গড়া, কত রাজা, কত প্রজা
প্রশাদের-ই-গড়ে গড়ে সন্ত্রাসীদের আড্ডা গড়া ।
টাকার জন্য লড়ে সবাই জীবন বাজি নিয়ে,
টাকার জন্য চাঁদাবাজি হচ্ছে দিনে রাতে ।
টাকার মর্ম বঝে যেজন নাইতো যাদের অর্থ,
তাঁরাই কেবল হয়ে থাকে সব কাজেতে ব্যর্থ ।
টাকা হলো জীবন মরণ টাকাই হলো ত্র্রাণ,
টাকা ছাড়া এক মুহুর্তে তাইলে যাইযে প্রাণ ।
টাকা হলো আসল কথা টাকাই সবার আশা ,
টাকা ছাড়া যাইনা পাওয়া কারো ভালোবাসা ।
সজীব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




