পরিবার হেসে উঠে পাপের টাকায়,
বাবা বলে,সব বৈধ হয় দান করায়,
আমরা মসজিদ সাজাই নায়িকার মতো।
প্রিয়তমা দুআ করে, বড় হোক সরকারী পদ
ঘুসে ফুঁসে উঠুক আমাদের সংসার আল্লাদ।
গরীবের হক চুরি করা
মেয়ের শখ, ধর্মের বক।
সকলেই গতর চুলকায়,
বড় হোক সরকারী পদ।
শুধু নামাযে কাঁদে মা,
বলে আমি তার ছেলে না।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




