একটি জীবনের নিউক্লিয়াস
জানি, কাগজের ফুল দেবার ইচ্ছে ধারন করোনা
অথচ একটি জীবন অগোচরে তোমার নাম করে দিলাম
জানি, তোমার পদযুগল ইদানিং মেহেদি রঞ্জিত
এ গলিতে ফের আসার সম্ভাবনা ক্ষীণতর
অথচ ফুল-হার সযতনে রেখে দিই শিথানে
জানি, নিশ্চিত বিব্রত হবে প্রত্যুত্তর দানে
তবু প্রশ্ন বেরিয়ে যায় আনমনে
গত নিশি কোথায় যাপলে?
আঘাতের মুরোদ নেই লক্ষ্যভ্রষ্ট তীরে
জানি, আমার শব্দ-মালা শুচিতা হরনে চিরকাল ব্যর্থ
জানি, সে স্মৃতি স্মরনের যোগ্য নয় তোমার নিকঠ
তবু কেনো জানি বলতে ইচ্ছে জাগে বারবার
একদিন তুমি কারো ছিলে
নিকঠ থেকে অতিশয় নিকঠতর
একটি দেহের কিংবা একটি জীবনের নিউক্লিয়াস।
সৈয়দ নূর কামাল
রাস গুমাইস
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




