মানুষের সাথে অন্য প্রাণীর এটাই হচ্ছে পার্থক্য যে, মানুষ তার আবেগের একটা শৈল্পিক রূপ দিতে পারে যা অন্য কোন প্রাণী দিতে পারেনা। মানুষের মাঝে আরেক মানুষ বিরাজ করে যে মানবজীবনকে এমন এক নান্দনিকতায় রূপ দেয় যা অন্য প্রাণীর মাঝে বিদ্যমান নয়। বাবুই পাখী বাসা বাঁধে এবং তা সবই একই রকমের। শিয়াল, সাপ গর্তে বসবাস করে তাও সব একই রকমের। অন্য প্রাণীরা চলা-ফেরা করে, দৌড়ায়, সবই একইভাবে, একই ঢংয়ে। অথচ মানুষ, তার সুখ, দুঃখ, হাসি, কান্না, রাগ, অভিমান সবই এক স্বতন্ত্রতা বজায় রেখে করে থাকে। একজনের সাথে আরেকজনের বহিঃপ্রকাশে সাধারণতঃ কোনো মিল থাকেনা। এই বৈচিত্র্য মানুষের মাঝে আছে বলেই মানুষ শ্রেষ্ঠ প্রাণীকুলের মাঝে। আপনার মর্মে যদি কেহ আসিয়া আঘাত করে, কেমন করিয়া আপনার আবেগ সেই আঘাতকে হাস্যমুখে সহিয়া লইতে পারে! কখনই তা পারেনা। নিজের অভ্যন্তরে বসত করে যে আমিত্ব, আপন গরিমায় মহিমান্বিত সে; তাই সে গর্জে ওঠে, জ্বলে উঠে দেশলাইয়ের বারুদের ঘর্ষণের মতো। ঠিক তেমন করেই জ্বলে উঠেছিলো একদিন আপামর সকল জনতা যখন স্বমহিমায় আলোকিত সেই জাতিগত আমিত্বের উপর হস্তক্ষেপ করেছিলো ক্ষমতালোভী বিজাতীয় সেই পক্ষ এবং তাদের পোষাকধারী নিজেদের ভেতর বসবাসরত স্বজাতিরা। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছিলো পৃথিবীর মানচিত্রে আমাদের এই আশ্রয়স্থল, সবুজের বুকে লাল রক্তে রাঙানো এই বাংলাদেশ। নিজের ভাষায় তাই বলছি, কার সাধ্য এমন জন্মকে অস্বীকার করার! তবে সেই জন্মের এত বছর পর অনেকের স্পর্ধা হয়েছে সেই জন্মকে বৈধ বা অবৈধ ভাবার। ছড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র নানা মত, নানা প্রচার। বিশেষ করে নবীন প্রজন্মকে লক্ষ্য করে, যারা চাক্ষুস করেনি সেই কালরাত, সেই কালসময়কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে শুধুমাত্র বিভ্রান্ত করবার প্রয়াসে। যেমন করে অপপ্রয়াস চালানো হয়েছে একটা জেনারেশনকে মাদকের নেশায় ডুবিয়ে রেখে স্বার্থ হাসিল করা, যাদের কাছে তাদের প্রত্যাশা বড়ই কম। জেনারেশনের সেই অংশকে ধ্বংস করা যাদেরকে নিজেদের কব্জায় আবদ্ধ রাখতে পারেনি। বেছে নিয়েছে ঘৃণ্যতম সেই পন্থা যার মাধ্যমে তাদেরকে স্বপ্নীল এক মায়াবী জগতে আবদ্ধ রেখে তাদের ভেতরের সকল সুপ্ত শক্তিকে তিল তিল করে ধ্বংস করে দেবার। এই যে যারা বিভ্রান্তি সৃষ্টিকারী, তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি পরিকল্পনা অতি সুদূরপ্রসারী এবং এর বাস্তবায়নেও তারা একেবারেই অস্থির নয়। ধীরগতিতে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে। যে বিষয়টির অবতারণা আজ আমি করলাম তার যে কোনো ভিত্তি নেই, সে কথা ভাবার অবকাশও আমি রাখিনা। একটু তলিয়ে দেখলেই এর সূত্রপাত কবে থেকে এবং এর উৎস কোথায় আর সরবরাহে কারা মূলতঃ জড়িত তাহলেই পরিষ্কার হয়ে যাবে তাদের কর্মকান্ড ও উদ্দেশ্য। সেই দৃষ্টিকোণ থেকে বলছি, এমন একটা সময় আসবে যখন নিজের কাছেও জবাবদিহি করবার সময় থাকবেনা। বড় স্পর্শকাতর এ বিষয়টি যেখানে জড়িত আছে সমাজের বড় বড় রাঘব-বোয়ালরা যাদেরকে ছোঁয়া তো দূরের কথা তাদের সন্ধান পেতে গেলেই জীবন হুমকির সম্মুখীন হতে পারে। দুষ্টুব্যাধির মতো এটিও ধীরে ধীরে গ্রাস করছে আমাদের জাতীয়তাবোধ অতি সংগোপনে সকলের অগোচরে একটা অন্তরাল তৈরী করে। দেশে থাকাকালীন পেশাগত কারণেই আমার কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকেই এবিষয়ের অবতারণা যা সবার সাথে শেয়ার করার তাড়না নিজের ভেতর থেকেই অনুভব করছি। আমরা এখানে দেশ নিয়ে ভাবছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ, মুক্তিযুদ্ধ ও তার চেতনা সবকিছু নিয়েই আলোচনা করছি। তাই যা ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, যার সাথে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িয়ে আছে, যার সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও চেতনাবিরোধীচক্র জড়িয়ে আছে সে সম্পর্কে কিছু না বলাটাও আমার কাছে নৈতিক অবক্ষয়ের সামিল, আর সেই দায়ভার থেকেই সবাইকে সচেতন করবার উদ্দেশ্যেই এ বিষয়ের অবতারণা।
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।