
আবরার চলে গেল! আর আসবে না!
কোনদিনও আসবে না!
মা' কে ডাকবে না
মা' বলে ডাকবে না।
দেয়ালে আ'র কোন চিকা ঝুলবে না।
আবরার শহীদ হল
আবরার ইতিহাস হল!
আমি চলে যাব
আমরা চলে যাব!
আজই চলে যাব
হয়তো এখনি চলে যাব!
আমি কি হব
আমরা কি হব!
আবরারের মৃত্যুতে শহস্র সন্তান
তার মাকে "মা" বলে ডাকছে।
আমার মৃত্যুতে কে আছে
মোর জননীকে সে মধুর সুরে ভোলাবে!
আবরারের মৃত্যুতে শহস্র মানুষ নিজেকে আবরার পরিচয় দিচ্ছে।
আমার মৃত্যুতে কে আছে নিজেকে "আমি" পরিচয় দেবে!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




