ভ্রমণ নিয়ে সাধারণত ব্লগে লেখা হয়ে ওঠে না। অথচ আমি খুবই ভ্রমনপ্রেমি মানুষ। দেশে এ পর্যন্ত ৬০ জেলা ঘুরেছি। গত বছর 'সোলার পাওয়ার প্লান্টের' উপর ট্রেনিং করতে দেশের বাহিরে গিয়েছিলাম। সেখানে গিয়েও দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরেছি, তারই একটা বেলুম কেইভ । এ পর্যন্ত গুহাটার প্রায় সারে তিন কিলোমিটার আবিষ্কার করা সম্ভব হয়েছে। ভিডিওটা সেখানেই করা।
দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা নীরবে হারিয়ে যাচ্ছেন আর রাজত্ব করে বেড়াচ্ছে ১৬ই ডিসেম্বরের ধান্দাবাজ মুক্তিযোদ্ধারা। ফলে যে পবিত্র আদর্শ ও চেতনাকে পুঁজি করে কিছু মানুষ দেশের জন্য যুদ্ধ করেছে সেই চেতনা... ...বাকিটুকু পড়ুন