পশ্চিমাদের কথা বাদ দিয়ে পূর্বদেশের কথা বলি৷ জাপানে একমাসে দুটি প্রদেশের অনেক জায়গায় গিয়েছি৷ দক্ষিণ কোরিয়ায় ১৮ মাস ছিলাম৷ সিঙ্গাপুর পুরাটা ঘুরে দেখেছি৷ চীনে ছিলাম৷ কোন গাড়ির একটা হর্ন শুনিনি৷ আপনারা বলতে পারেন- এরা উন্নত দেশ৷ তাদের মাধ্যমে এ ধরণের পরিবেশ রক্ষা করা সম্ভব৷ তাহলে কম্বোডিয়া, ভিয়েতনামের কথা বলবো৷ সেখানেও হর্ণের শব্দ শুনতে পাবেননা৷ গত বছর সেপ্টেম্বরে দিল্লী ছিলাম৷ কুটনৈতিক এলাকা চাণক্যপুরীতে একটা হর্ণও শুনিনি৷ অন্য এলাকাতেও খুব কম৷
অথচ আমাদের দেশে রাস্তায় নামবেন৷ দেখবেন সব গাড়ি একযোগে হর্ন বাজাচ্ছে৷ রাস্তায় নামতে হবেনা৷ অলিগলির যেখানেই বাসাবাড়ি থাকুক৷ হর্নের শব্দ বেডরুম থেকে ঠিকই পাবেন৷ রীতিমতো হর্ন দেয়ার প্রতিযোগিতা চলে৷ ময়লা আবর্জনার কথা নাই বা বললাম৷ বলা হয়, রোড ইজ দ্য ট্রু রিফ্লেকশন অব কান্ট্রিস সিস্টেম৷ কোন দেশের মানুষের আচার-ব্যবহার, আইন- কানুন মানা না মানার বিষয়টি রাস্তায় প্রতিফলিত হয়৷ আমার ধারণা আমাদের মতো মাথাপিছু এরকম একটি দেশও পাবেননা যেখানে সবাই অকারণে এভাবে হর্ন বাজায়৷
ইন্ডিয়ার হর্ন নিয়ন্ত্রণে খুব কড়া পদক্ষেপ নিয়েছিলো পুলিশ৷ ইউটিউবে অনেক ভিডিও পাবেন৷ একটা ভিডিওতে দেখলাম৷ পুলিশের হাতে ভেপু৷ একটি গাড়ি থেকে হর্ণ বাজানো হলে ড্রাইভার হেলপারকে আটক করা হয়৷ হেলাপারের হাতে ভেপু দিয়ে দিয়ে বলা হলো ড্রাইভারের কানে লাগিয়ে জোরে বাজাতে৷ কয়েকটা ভেপু ড্রাইভারের কানে দেয়ার পর ড্রাইভারের রিঅ্যাকশন দেখার মতো৷ অামি হাসতে হাসতে শেষ৷ হোয়াট অ্যা ভেপু থেরাপি! ওই ড্রাইভার এই জনমে ভেপু বাজাবে বলে মনে হয়না৷
এবার বাংলাদেশের কথায় আসি৷ সচিবালয় ও তার আশপাশে হর্ন নিষিদ্ধ ৷ মাঝে মাঝে মোবাইল কোর্টে জরিমানাও করা হয়৷ অথচ পরিন্থিতি যেই সেই৷ কোন পরিবর্তন নেই৷ হাসপাতাল, স্কুল, মসজিদ, মন্দির কোন কিছু এদের কাছ থেকে ছাড় পায়না৷ এদের আমি ভেপু সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চাই৷
টিভিতে দেখলাম, হর্ন না বাজাতে অনুরোধ করে একজন সাবেক এমপি গান গেয়ে শোনাচ্ছেন৷ এই ভেপু সন্ত্রাসীদের গান শোনানোটা ইন্টারেস্টিং৷ সন্ত্রাসীদের জন্য গান৷ গান গাওয়ারও কারণ আছে হয়ত৷ কারণ এদেশে ডিজিটাল নাগরিকরা এতটা অধিকার সচেতন যা উন্নত দেশেও দেখিনি৷ এখানে ভেপু সন্ত্রাসীর কানে ইন্ডিয়ার মতো ভেপু থেরাপি দিলে এ নিয়ে তারা অধিকার প্রশ্নে ঝাপিয়ে পড়বে৷ আমার দৃষ্টিকোণে ঢাকায় ভেপু বাজানোর কোন প্রয়োজন নেই৷ একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ির অবস্থান৷ গাড়ির হর্নকে শহরের সবচেয়ে বড় বিপদ বলা যায়৷ নতুন আপদ যুক্ত হয়েছে মটর সাইকেল৷ কানের কাছে এসে হর্ন দেয়৷ এটা কোন ক্রমেই মেনে নেয়া যায়না৷
এবার আমার অভিজ্ঞতাটা বলি৷ আপনি আচরি ধর্ম পরেরে শেখাও৷ ঢাকায় ছয়মাস প্রাইভেট কার ড্রাইভ করেছি৷ একটা হর্নও দেইনি৷ কোন অসুবিধা হয়নি৷ কোন অ্যাক্সিডেন্টও করিনি৷ তবে কিছু অদ্ভূত ঘটনা মনে পড়ছে৷ মানুষ রাস্তায় দাড়িয়ে রয়েছে৷ আমার গাড়ি দেখেও সরে যাচ্ছেনা৷ তারা হর্ন শুনতে অভ্যস্থ৷ তারা গো ধরেছে হর্ন দেবো তারপর তারা সরবে৷ আমিও হর্ন দেবোনা৷ পরে গাড়ি থামিয়ে তাদের হাত দিয়ে সরিয়ে দিয়েছি৷ তবুও হর্ন দেইনি৷ আমার ধারণা হর্ন শুনতে তারা অভ্যস্থ৷ তবে হর্ন বন্ধ হলে মানুষ গাড়ি দেখেই সরে যাবে৷ হর্নের অপেক্ষা করবেনা৷ যশোরে এডিএম থাকাকালে ড্রাইভারদের সমাবেশে যেতাম৷ তাদের বুঝিয়েছি৷ হর্ন বাজালে কী কী ক্ষতি হয়৷ বহুদিন পর একবার এক ড্রাইভারের সাথে দেখা৷ তিনি আমাকে বলেছেন, স্যার আপনার কথা মনে রেখেছি৷ ওই ট্রেনিংয়ের পর না পারলে আর হর্ন বাজাইনা৷ এতে কোন অ্যাক্সিডেন্টও হয়নি৷
যাই হোক এমুহূর্তে ভেপু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কয়েকটা পদক্ষেপ নেয়া যেতে পারে৷
এক. সব গাড়ি থেকে হর্ন খুলে ফেলা যেতে পরে৷ হর্ন না দেয়ার কারণে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমার জানা নেই৷ হর্ন না থাকলে চালক গাড়ি নিয়ন্ত্রণে রেখে চলাচল করবে৷ আরোহী ছাড়া অন্যরাও সতর্ক থাকবে৷
দুই. প্রত্যেক গাড়ির ভেপুর সাথে মিটার যুক্ত করে দেয়া যেতে পারে৷ প্রতিবার হর্ন দিলেই এক টাকা করে মিটারে উঠবে৷ লাইসেন্স নবায়নের সময় এই টাকা আদায় করা হবে৷ আমার ধারণা প্রতি হর্নে পাঁচ পয়সা কর যুক্ত করলেও লাখ কোটি টাকা আদায় হবে৷ আশংকাজনকভাবে দেশে কানের রোগি বাড়ছে৷ এ টাকা চিকিৎসা খাতে ব্যয় করা যেতে পারে৷
সবশেষে সবার প্রতি অনুরোধ৷ আসুন যারা হর্ন বাজায় তাদেরকে ভেপু সন্ত্রাসী হিসেবে গণ্য করি৷ কোন সভ্য মানুষ ভেপু বাজায়না৷
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ সকাল ৯:২৭