মোজা মোল্লাঃ কি ? কেন এসেছেন ?
জল্লাদঃ আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে এসেছি।
মোজা মোল্লাঃ জাতিসংঘ থেকে কোন চিঠি আসে নাই?
জল্লাদঃ আপনার ফাঁসির সময় হয়ে গেছে।
মোজা মোল্লাঃ কি আশ্চুর্য ? জাতিসঙ্ঘের চিঠির কোন দামই নাই।
জল্লাদঃ আমি কোন চিঠি সম্পর্কে জানি না ? কৈশোরে একজন কে ভা্লবেসে চিঠি দিয়েছিলাম। সে চিঠি খানা ছিঁড়ে ফেলে দিয়েছিলো।
মোজা মোল্লাঃ দেশে কি কোন আইন নেই। এভাবেই আমার ফাঁসি হয়ে যাবে ? আমার আইনজীবিকে ডাকেন ? চিঠি তার কাছে ?
জল্লাদঃ চিঠি ফাঁসির পড়েও পড়তে পারবেন। নিন কালো টুপি খানা পড়ে নিন ।
মোজা মোল্লাঃ দেখ তুমিও মুসলমান আমিও মুসলমান।
জল্লাদঃ রুমি বদি আজাদ ও আলতাফ মাহামুদও মুসলমান ছিল।
মোজা মোল্লাঃ তোমার সমান আমার একটা ছেলে আছে।
জল্লাদঃ মোহম্মদপুরের শারিরীক শিক্ষা কেন্দ্রের পেছনে যে একবস্তা চোখ পাওয়া গিয়েছিল,ওটাও কোন না কোন বাপ মায়ের সন্তানেরই ছিল।
মোজা মোল্লাঃ কোন উপায়ই কি নাই?
জল্লাদঃ দেখেন । আমি জল্লাদ। আমার কাজ ফাঁসি দেয়া। সাধারণত কোন ফাঁসির আসামীর সাথে আমি এতো কথা বলিনা। কিন্তু আপনাকে দেখে আজ আনন্দ লাগছে ?
মোজা মোল্লাঃ কেন?
জল্লাদঃ আমি নিজেও পাপী। খুনের দায়ে যাবজীবন সাজা হয়েছে। কিন্তু আপনার কর্মের যে লিস্ট পত্রিকায় দেখলাম, আপনার তুলনায় আমি ফেরেশতা।
মোজা মোল্লাঃ সব মিথ্যা, সাজানো জল্লাদঃ সব মিথ্যা ? আচ্ছা বলেন তো জয় বাংলা!!
মোজা মোল্লাঃ পাকিস্তান জিন্দাবাদ।
জল্লাদঃ বলেন তো জয় বঙ্গবন্ধু
মোজা মোল্লাঃ আবুল আলা মুউদুদি জিন্দাবাদ।
জল্লাদঃ দেখলেন ?
মোজা মোল্লাঃ কিন্তু আমি তো তুমি যা বলতে বলেছ তাই বলতে চাইলাম?
জল্লাদঃ বললে সেটা মিথ্যা হত। আর মৃত্যুর আগে সবচেয়ে বড় পাপীর মুখ দিয়েও সত্যি কথা বের হয়।আপনি সারাজীবন অন্তরে যা ধারন করেছেন তাই এখন মুখ দিয়ে বের হল। এটাই আল্লাহ তা আলার কুদরত। তবে সত্যি টা বলার জন্য নিশ্চই আপনি পুরুস্কৃত হইবেন।
মোজা মোল্লাঃ আমার মৃত্যু হলে সারা বাংলায় রক্ত গঙ্গা বইবে।
জল্লাদঃ গঙ্গা তো হিন্দুদের নদী। গঙ্গার নাম বললেন কেন। সিন্ধুর নাম বলতেন!!
মোজা মোল্লাঃ তোমার মত অশিক্ষিত কে বুঝানো ইমপসিবল ।
জল্লাদ মুচকি হেসে "তাইত আমি জল্লাদ। নিন এবার টুপিটা পড়েন। ষোল কোটি মানুষের খুশি আটকিয়ে রাখার অধিকার আপনার বা আমার নাই।
নোট-এটা একটা স্বপ্নছিল,তবে কিছুদিনের জন্যে মাত্র তারপর এটা সত্য হবে ইনশাল্লাহ্
বহুকাল বাঙ্গালী মোজার সহিত ঈদ করেছে।এবার নতুন বর্ষ কে মোজা ছাড়া স্বাগত জানাতে চাই
জয় বাংলা
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



