আমার এক বন্ধু যে সদালাপি, বন্ধুবাৎসল এবং খুবই বিনয়ী। বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন এক মেয়ের প্রেমে পড়ে যায়, মেয়েটি ছিল আমাদের জুনিয়র। বন্ধুটি প্রেমের ব্রাপারে এত বেশি সিরিয়াস ছিল যে নিজের পড়াশুনা বদি দিয়ে মেয়েটির নোট তৈরীতে বেশী ব্যস্ত। ফলাফল, নিজের রেজাল্ট খারাপ কিন্তু প্রেমিকা প্রথম। যাই হোক, এভাবে দু'বছর কাটলো বেশ ভালোই, কিন্তু এরপর মেয়েটিকে প্রায়ই দেখা যায় অন্য এক ছেলের সাথে। আমরা বলরল বন্ধুটি বলতো্ ওর ক্লাসমেট, জাস্ট বন্ধুত্ব ওদের মাঝে। এরও কিছুদিন পরে মেয়েটি বন্ধুটিকে সাফ জানিয়ে দিলো তাকে তার প্রয়োজন নেই।
খুবই মূষড়ে পড়ে বন্ধু আমার ফলাফল ফাইনাল ইয়ারে রেফার্ড। আর পাস করা হয়নি তার, কিন্তু মেয়েটি আজ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিয়ে করেছে তার সেই বন্ধুকে।
হায়রে প্রেম............................... ........... .....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




