বছর খানেক আগে সিলেটের বিছানাকান্দি গিয়েছিলাম। অনেক ভাবে যাওয়ার পথ আছে সবচে ভালো হলো পূর্ব দিকে
গমন মানে মানে আম্বরখানা থেকে যাওয়া। বাজেট কম হলে মাত্র ১৬০ টাকা দিয়ে যাওয়ার ব্যাবস্থা আছে। আম্বরখানা পয়েন্ট থেকে একটি CNG তে করে সরাসরি হাদারপাড় বাজার যাবেন সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা। রাস্তার অবস্থা সেই: রাম , কোমরের ১০
বছরে ব্যথা নিমেষেই হাওয়া এবং আসার পর দুই দিন টানা বিছানা ,জানিনা এখন রাস্তা ঠিক হয়েছে কিনা। বিশেষ করে এয়ারপোর্ট রোডের রাস্তাটা বর্ণনাতীত খারাপ
যাই হোক , হাদারপাড় পোঁছে নৌকা নিতে হয় ,নৌকা নেয়ার ক্ষেত্রে দুই তিনটা গ্রুপ একসাথে নিলে ভাল হয় মাত্র ৪০ মিনিটের যাত্রা ভাড়া শুধু বিছানাকান্দি এর জন্য ১০০০-১২০০ টাকা আনকোরা বুজতে পারলে ২৫০০ টাকাও নেয় , দরদাম করতে হবে।
মাঝি আরো তিন চারটা স্পটের কথা বলে বেশি চাইতে পারে কিন্তু সেই স্পট গুলো এত সুন্দর না তাছাড়া এতো securied নয়। আপনি বিছানাকান্দি তে সারাদিন কাটিয়ে দিতে পারেন ,ও যাবার সময় বিস্কুট বা ড্রাইড ফুড নিলে ভালো। বিছানাকান্দি তে একটি ভাসমান হোটেল আছে দুপুরের লাঞ্চ করতে পারেন


















সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




