এম শহীদুল সোহাগ ---

আত্মহত্যা প্রমাণিত।
তবু ভালোবাসা দূরে গিয়ে ভাবে -
ময়নাতদন্ত রিপোর্টে যদি আসে-
- "মৃত্যুর কারণ ভালবাসার অভাবে"!
তদন্তের চোখ খোঁজে পায় না কিছু,
সিলিং ফ্যানে ঝুলোনো রশিতে লেখা নাই কিছু।
ডাক্তার ব্যস্ত ব্যবচ্ছেদে-
হৃদয়ের গহীন আঘাত ধরা পড়ে না তাতে।
জীবন,আদালত আর কাঠগড়া-
স্রোতের পক্ষে সবাই!
তবু কিছু দৃশ্য বিপরীতে ছুটে যায়;
অব্যক্ত কিছু ক্রন্দন বাতাসে মিশে যায়।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



