৮এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ আয়োজীত cse carnival-এ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)-কে ppp(Public private pertnership)-এর মডেল হিসেবে দাড় করাতে।
এই মডেল অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেতন কাঠামো হবে প্রাইভেট বিশ্ববিদ্যালইয়ের মত এবং নিয়ন্ত্রণ হবে রাষ্ট্রিয়। কিন্তু প্রকৃতপক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার একটি ধাপ হচ্ছে এই ppp। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার মডেল হবে শাবিপ্রবি।
কিন্তু এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে North South university-এর মত বেসরকারি বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো হবে এক ও অভিন্ন। এতে করে বাংলাদেশের মত অনুন্নত দেশে যেখানে প্রায় 76% মানুষ কৃষক শ্রেণীর সেখানে উচ্চশিক্ষিতের হার একদমই কমে যাবে। কতিপয় শিক্ষার্থী ছাড়া কেউ উচ্চশিক্ষার অধিকার পাবে না।
তাহলে কেন এই ppp??????????????????
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



