পালিয়ে বেড়াচ্ছি আমি নিজ থেকে ।
যাচ্ছি বহুদূর তবুও যেন নিস্তার নেই দিনরাত্রি।
এ যেন বিশাল দানব বিবেক, নিয়েছে আমার পিছু।
খেতে বসে আমি চোরের মত গিলে যাই সবই!
অধিকার হারিয়ে গেছে তবু বোধ জাগেনি!
পৃথিবী গিলে নিচ্ছে শিশুদের মন্ডু!
বাতাসে বিষ ,শুরু হয়েছে মিছিল মৃত্যুর।
আমি তাও বাঁচি, সুখের ভোরে মাতি।
আমি নেই আমি তবুও সরে যায় না
নিস্পাপের সেই সব চোখ।
২০/০৩/২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


