
মাটির প্রায় আড়াই কিমি নীচে, ৫৭ কিমি লম্বা! এক অত্যাশ্চর্য বিশ্বের দীর্ঘতম রেল টানেল ‘গোটার্ড টানেল’ চালু হলো আজ সুইজারল্যান্ডে।
আল্পস পর্বতমালার নিচে নির্মিত ৫৭ কিলোমিটারের গোটার্ড ট্যানেল বিশ্বে সুরঙ্গ পথে রেল যোগযোগ ব্যবস্থার অন্যতম নিদর্শন।
খুভই আশ্চর্যের বিষয় হচ্ছে ১৯৯৩ সালে নির্মার কাজের ব্যয় ধরা ১২০০ কোটি মার্কিন ডলারেই শেষ হয়েছে এই কাজ। একবারো বাড়ানো হয়নি এর নির্মাণ ব্যয়!
আরো আশ্চর্যের বিষয় হচ্ছে ১৯৯৭ সালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এই টানেল উদ্বোধনের দিন ঠিক কড়া হয়েছিলো ১ জুন ২০১৬ মানে আজ।
তার আগে, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মীয় যাজকদের সুড়ঙ্গে নিয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

উল্ল্যেক্ষঃ ২০১৫ সালের শেষের দিকে সপ্তমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের সময় ও ব্যয় বেড়েছে। কাজ শেষ হবে ২০১৬ সালের ডিসেম্বরে। প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ৩ হাজার ৮১৬ কোটি ৯০ লাখ টাকা।
চুক্তি ছিল ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে। আর শুরুতে প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ১৬১ কোটি ৩৮ লাখ টাকা।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




