প্রথম আলোতে খবরটা পড়লাম,,,,,
এইসব নাম পরিবর্তন ছারা মনে হয় শেখ হাসিনা অন্য কোন কিছু করতে পারে না।
ডিজিটাল বাংলাদেশ মানে সব কিছুর নাম পরিবর্তন করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাখা,, আর যেসব নাম পরিবর্তন করা সম্ভব না তার আগে বঙ্গবন্ধু জুরে দেয়া।
মাননীয় প্রধান মন্ত্রী এগুলা বন্ধ করেন জনগন একবারের ভুল ক্ষমা করছে,, বার বার কিন্তু করবে না,,,মন্ত্রীদের আপনারে তেল দেয়ার কাজ বন্ধ করে দেশের জন্য কিছু করতে বলেন।আর আপনিও শুধু বাপের স্বপ্ন বাপের স্বপ্ন করে লফাইয়েন না,, নিজেও স্বপ্ন দেখেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করেন,,,,
শুধু ডিজিটাল বাংলাদেশ কইয়া গলা ফাটাইলে হবে না।ডিজিটাল বাংলাদেশ মানে শুধু টেলিকনফারেনসিং করা না.......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




