Click This Link
শুক্রবার এলাকার সমস্ত প্রতিমা বিসর্জন দেয়া হয় পাশেই বয়ে চলা আত্রাই নদীতে। আলাদা আলাদা নৌকায় বিভিন্ন মন্ডপের পূজা আসে নদীতে। ভক্তরা নেচে গেয়ে বিদায় দেয় তাদের প্রিয় মা দূর্গাকে। এসময় নদীর দুই পাড়ে প্রচুর লোকসমাগম হয়। নদীর উপরের সেতুতেও ভীড় করে অসংখ্য মানুষ।
Click This Link
Click This Link
ধর্ম-বর্ণ- পেশা নির্বিশেষে লোকজন জড় হয় এই বিসর্জন দৃশ্য দেখতে। সূর্য যত পশ্চিমে নামছিল, নদীতে নৌকার সংখ্যা ততই যেন বাড়ছিল। অস্তগামী সূর্যের লাল আভায় রাঙানো নদীর জলে সাথে শত শত মানুষের পোশাকের বিচিত্র রঙ মিলে এক অদ্ভুত, সুন্দর দৃশ্যের সৃষ্টি হল।
মনে হল, এটাইতো আমাদের চিরচেনা বাংলাদেশের ছবি , এইতো আমাদের উৎসবের সর্বজনীনতা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




