দুনিয়ায় যা কিছু আছে তার সবকিছুই আপেক্ষিক। বিষয়টা নি:সন্দেহে সত্য, বিগ্গানের ছাত্র হলে বিষয়টি ঠিকই জানার কথা। আর পরিবর্তনশীলও। আগে যা ছিল তা এখন ইতিহাস, হয়তো কিছুদিন পর বর্তমানটাও ইতিহাস বলে গণ্য হবে। হতেই পারে। কারণ সবকিছুই পরিবর্তনশীল।
বিষয়টা প্র্যাক্টিকালি বুঝতে পারলাম ২০১৪-তে। নিজের মধ্যে বেশ কিছু আজব পরিবর্তন লক্ষ্য করলাম। হয়তো মানুষ বলবে ছেলেটা এখন ক্লাস ১০ এ পড়ে, ম্যাচুউরিটি এসে গেছে। আসলেই কি তাই? কয়েকটা উদাহরণ দেই...
আগে নিজেকে কখনোই বিশেষ কিছু ভাবতাম না। নিজেকে অন্যান্যদের মতোই একজন ভাবতাম। কিন্তু এখন? মনেই হয়না আমিই আসল 'সাদমান আহ্সান'। আত্মসচেতনতা আগেও ছিল এখনো আছে, সাথে যোগ হয়েছে চরম আত্মসম্মান বোধ। কেন?
আগে অন্যদের সফলতা আমার কাছে ভালো লাগতো, এখন পুরাই এলার্জি। 'এ কেন এতটা ভালো করলো?', 'এ কিভাবে এত সহজে কাজটা পারলো?', 'ও পারলে আমি পারব না কেন?' - এমন হাজারো প্রশ্ন আমার মধ্যে জেগে ওঠে। আর হ্যাঁ, 'জ্বিদ' নামক অনুভুতিটা চরমভাবে ঢুকে গেছে আমার মধ্যে। কেন?
আগে স্কুলে বা অন্য কোথাও কোনো মেয়েকে নিয়ে গল্প শুরু হলে তা আমাকে খুব আকৃষ্ট করতো, এখন ঘুরেও তাকাতে ইচ্ছা করে না। কেন?
একটা মেয়ে কালকে বললো আমি বদলে গিয়েছি। আগে এতটা সিরিয়াস ছিলাম না, আর রোমান্টিকও! কথা শুনেই হেসে ফেলেছিলাম। কিন্তু পরে যখন ভাবলাম, চিন্তা করলাম, মাথাটা পুরাই নষ্ট হয়ে গেলো।
আয়না নামক জিনিসটা আজকাল নিজের কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। না, ওতটাও সুন্দর আমি নই। এখন আয়নায় তাকাই নিজেকে খুঁজে পাওয়ার জন্য, যে আমিকে সবচেয়ে বেশি ভালোবাসি।
নিজেকে খুব কন্ফিউস্ড মনে হয় আজকাল, কেন?
Something is missing in me... But WHAT???