
তুমি সুনীলের কবিতা না
ছেঁড়া কাগজে লেখা কাব্যকথা তুমি
পড়া না গেলে
আফসোস রয় না
কিছু একটা বাদ পড়ে গেলো মনে হয় না
আর একটু আদর মাখার ইচ্ছা হয় না
অহিংস না, মায়াবতী না, রুপকথা না
খবরদার
তুমি সুনীলের কবিতা না
ফেলে আসা এক অভাজনের নি:শ্বাস তুমি!
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



