যখন গ্রামীণ সেলফোন ছাড়লো তখন চয়েস মাত্র দু'টো, নকিয়া আর নয়তো সিমেন্স এস সিক্স। এছাড়া সিটি সেলের ছিলো গাব্দু মার্কা মটোরোলা।
এখন যে কত শত মডেল তা মনে হয় কেউই ঠিক মত বলতে পারবেনা। টাচস্ক্রীণ আসার পর অনেকদিন স্যামসাং ব্যবহার করেছি। এরপর অ্যান্ড্রয়েডের যুগে "দেশীয় পণ্যে"র হুজুগে ওয়ালটন কিনে খেলাম ধরা। একটা ওয়ালপ্যাড এক বছরের মাথায় নষ্ট হয়ে গেলো।
এবার একটু মডেল বদলানোর ইচ্ছে। বসুন্ধরায় গিয়ে দেখলাম মোটামুটি ১৬ - ১৯ রেঞ্জে হুয়াই আর এইচ টি সি অক্টাকোর আছে। তিরিশের কাছে গেলে আরও বেটার অপশান। আইফোনের অনেক দাম।
ইয়াং জেনারেশানের অনেককেই দেখি চার-পাঁচটা মোবাইল নিয়ে ঘুরতে। কেউ কি এই দু'টো ব্র্যান্ডের ব্যাপারে বলতে পারবেন?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




