নিজের শোকসভায় গিয়ে দেখি সবাই হাসছে।
যার সঙ্গে হ্যাণ্ডশেক করিনি কখনো
তার হাতে আমার কবিতা-
কতোটা আবেগ আর কবির প্রয়াণব্যথা নিয়ে
কবিতাটিও হয়েছে প্রদর্শণীর বিষয়...
সত্যি,
আমি সবাইকে উৎসবের উঠোনে দেখতে চেয়েছি
আমার সামান্য মৃত্যু তোমাদের সাক্ষাতের শ্রেষ্ঠ
উপলক্ষ হলে- এ স্মরণসভারও হবে অন্য তরজমা...
মৃত্যু একটা গুরুগম্ভীর ব্যাপার
নিজের মৃত্যুতে নিজেকে কাঁদতে নেই
দ্যাখ,
আমি মুখ কালো করে আছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




