ম্যাডাম, ম্যাডাম গো
আপনারে দেকলে আমার মুনের মইধ্যে ক্যামুন ক্যামুন যেন করে;
বুঝি, কিন্তুক ঠিক বুঝাইবার পারি না।
জলপট্টির লাহান আপনার চোহে খালি মায়া আর মায়া!
ম্যাডাম, ম্যাডাম গো
আপনার ঠোঁট প্রিয়াঙ্কা চোপড়ার লাহান এত সুন্দর ক্যারে?
আলোর দরজা খুইল্ল্যা যহন আপনার জ্যামেতিক নাকডা দেহি
তহন মুনে কয় ভিঞ্চির মোনালিসার লাহান আমিও আপনারে আঁইক্যা ফালাই;
ত্বয়, আট পেপারে না-
কই আঁকমু জানেন?
ম্যাডাম, ম্যাডাম গো
আপনি হাসতাছেন?
খইলসা মাছের লাহান হাসবারও পারেন!
হাসবানি তো - যাগো হাসি মোনালিসার লাহান অদ্ভুত সুন্দর তারা তো হাসবোই
না, না, অমুন কইরা চায়েন না
শরম লাগে, পুরুষ মানুষ অইছি তো কি অইছে!
ম্যাডাম, ম্যাডাম গো
জানেন, রাইতে মুনের দরজা খুইল্ল্যা রাহি
আটকাপরা স্বপ্নরা যাতে আপনার মুনের বাড়ি থাইক্যা ঘুইরা আইবার পারে;
আর দিনের বেলা কি করি জানেন?
পুরান স্বপ্নগুলারে রোইদে হুকাই, ভাঁপা পিঠার লাহান সেঁক দেই;
ক্যান, ক্যান দেই জানেন?
বহু বছর আগে স্রস্টার আরশ থাইক্যা সাধ কিনা আনছিলাম, সাধ্যটা কিনবার পারি নাই...
ম্যাডাম, ম্যাডাম গো
আমি অহন যাই
কত্ত কাম...
রোইদের জলে গোসল করমু
চিন্তার দরজা খুইল্ল্যা ঐগুলারে মেরামত করমু;
এক পাহাড় স্বপ্নের মধ্যে ছত্রাক বাসা বানছে
দেহি ধুইবার পারিনি!
ভালো থাইকেন গো মেডাম, ভালো থাইকেন।
----------------------------
১৯.১২.২০১৪
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



