সম্মানিত মডু ভাইগণ!!
আপনারা কি আদৌ এই ব্লগে মডারেট করেন নাকি নাকে তেল দিয়ে ঘুমান।
আমি অনেক দিন ধরে এই ব্লগের একজন নিয়মিত পাঠক+ভক্ত। কিছুদিন ধরে আমার ইচ্ছা হল এই ব্লগে গুরুত্বপূর্ণ ও মজার কোন অভিজ্ঞতা শেয়ার করার। তাই এই ব্লগে রেজিষ্ট্রেশন করি। রেজিষ্ট্রেশন করে দেখি আমি কোথাও মন্তব্য করতে পারছি না। কারণ আমার কোন পোস্ট এখনো প্রথম পাতায় প্রকাশের অনুমোদন পায়নি। আমি অনেকগুলো পোস্ট করলেও একটাও প্রকাশ করা হয়নি। তার কারণ নিচে দেয়া হলো-
"আপনি নতুন ব্লগার!!!
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।"
আমার প্রশ্নটাও এখানে! ৭ দিনের স্থলে এখন ২০+ দিন হয়ে গেছে....আর আমি এই ব্লগের কোন নিয়ম ভঙ্গ করেছি বলে মনে হয় না.....আর ভালো লেখা মানে কি তাও আমার বোধগম্য নয়। কারণ আমি যেসব লেখা পোস্ট করেছি তার চেয়ে অনেক খারাপ মানের লেখা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে এই ব্লগে। মডু ভাইগণ এই ব্যাপারে আমাকে পরামর্শ দিলে উপকৃত হব।
আরেকটা বিষয় হচ্ছে, আমার কোন পোস্ট কোন মডুভাই পড়েছেন বলে মনে হয় না। কারণ আমার সবগুলো পোস্ট ০ বার পঠিত। যেগুলো ১বার বা ২বার পঠিত সেগুলোর পাঠক আমি নিজেই। তাহলে কিসের ভিত্তিতে মডুভাইগণ ভালো মানের লেখা নির্বাচিত করেন??? তাই মডু ভাইদের কাছে আমার অনুরোধ, মডারেট করতে কষ্ট হলে সবাইকে প্রথম থেকেই প্রথম পাতায় পুস্টানোর সুযোগ দিন।
আমি জানি আমার এই পোস্টখানাও কোন মডুভাই পড়বেন না। যদি ভুলে কোন এক মডুভাই এই লেখাটি পড়েন এই আশায় এই লেখাটি লিখছি। কোন মডুভাই যদি এই লেখাটি পড়েন, তবে আমার প্রশ্নগুলোর উত্তর দয়া করে দিয়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



