২৫/২৬ শে ফেব্রু পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকান্ড শুধু দেশে নয় বিদেশে ও কখনোই ঘটেনি কোন রাষ্ট্রেই নয়! বিদ্রোহের নাম করে সুক্ষভাবে রাষ্ট্রযন্ত্রকে মূছে দেওয়ার আলামত স্পষ্ট হয়েছে! এ প্রশংগে কিছু কাল আগের আমাদের সম্মানিত বুদ্বিজীবিগনের অকার্যকর রাষ্ট্রের সংঙাটা যেন দেরীতে ফলতে বসেছে! আসলেই এদেশ অকার্যকর? প্রশ্ন শুধুই প্রশ্ন!
জাতি শোকাতুর! নির্বাক শত শত পরিবার..স্বজন হারা বেদনায় পাথর হওয়া মানুষগুলিকে অর্থায়নে শান্তনা দেওয়া যাবে ?
সংসদে প্রধানমন্ত্রীকে বিরোধি ঘায়েল জাতিয় লেকচার দেখলাম জাতিয় দুর্দিনে এজাতিয় লেকচার কি যুক্তিযুক্ত? হয়তো বা না কিংবা হ্যাঁ, রাজনীতি যদি দেশের জন্য হয়, বিদ্বেষ কিন্তু রাজনীতিকে ধংশ করে ফলে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়! আর বিদ্বেষ জন্ম দিয়েছে পিলখানা ঘটনা কিংবা ১৭ ২১ আগষ্ট ঘটনা!উদিছি ময়মনসিংহ সিনেমা হলের বোমা হামলা সহ ঘটিত সবগুলো হত্যা কান্ডেই পরস্পরকে দোষরোপ করে বক্তৃতা বিবৃতি ও গলাবাজি করে প্রকৃত হোতাদের কে আঢ়াল করা হয়েছে!
বিডিআর বিদ্রোহের নামে নারকীয় হত্যাকান্ডের পেছনে কারা জড়িত বের করার স্বার্থেই কাদাঁ ছুড়াছুড়ি কথা চাপাবাজি টোটালি বন্দ করত্ হবে!
কথিয়ে দেখতে হবে অকার্যকর বাংলাদেশের এ সপ্ন নায়ক কারা ?
ব্লগ এ আমি নতুন--আশা করছি অসমাপ্ত বাকি কথা পরে বলার.. সবাইকে ভালো বাসা! ২৫শে ফেব্রুওয়ারীর নারকীয় হত্যার নিন্দা জানাই!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ ভোর ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



