একটা ছারপোকা ওড়ে পৃথিবীর পেটে
দুটো শ্যামাপোকা পোড়ে আপাত নিভূ প্রদীপ সমীপে
তিনটে ইঁদুর নিখোঁজ হয়ে যায় বুকশেল্ফ থেকে
শহিদের মর্যাদা পায়না এমন গেরস্থ মরণ।
আর মানুষদের ঘরে
মানুষেরা মানবীয় আয়ু চিবিয়ে
নিঃশেষ করেছে তবু বিভ্রম হয় নাই উধাও,
নক্ষত্রমণ্ডলে খুঁজে দ্যাখে প্রপিতামহের মুখ-
যে জন্ম দিয়েছিল শুধু এককালে
যেমন করে জন্ম নেয় শূকরছানা।
মানুষ এক দিনে মরেনা মোটেই,
পতঙ্গ থেকে প্রাণিত হয়ে
নিজেকে রাখে অন্য কিছুর আলগোছে,
আপাতদৃষ্টিতে কার্যকারণ; যা মূলত বিচ্ছিন্ন ঘটনা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



