টাকা থাকলে তো আর তুমি কবি হইতা না
কবি না হইলে তো আমার প্রেমিক হওয়ার প্রশ্নই উঠতো না
প্রেমিক না হইলে
-আমার হৃদয়ে কী একসেস থাকত!!
তখন তো আর মন ভাঙার চান্স পাইতা না।
হাত না ধরলে হাত ছাড়ার ব্যাপার থাকতো না
চাইয়াই পাওয়া গেলে বিষয়টা আর ব্যথার থাকতো না
অতি সাধারণ হাঁটাপথ,মেমোরি লেন-এ পরিবর্তিত হইতো না
তোমার অতোটা রুড হওয়া লাগত না
আমার মধ্যের পাগলামি সব পতঙ্গের মতো পাখনা ভাঙত না
ধরো, এইসব কিছুই যদি না হইতো,তো আমি চুলায় ভাতই বসাইতাম
আস্ত নিজে চুলায় যাইতাম না।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



