স্রোতের বিপরীতে
তোমরা শুধু জান জ্বর বাসা বেঁধেছে নশ্বর শরীরে
কারণ কি জানতে চাওনি।
তোমরা শুধু ছিনতাই দেখছো
শিকড় খু্ঁজে দেখোনি।
তোমরা শুধু ধর্ষণ শব্দটিকেই ধর্ষণ করে যাচ্ছো আনন্দের সাথে
কেন সময় এই স্থানে দাঁড়িয়ে, তার হিসাব করোনি।
তারপর, মানুষের রক্ত মাখা হাত নিয়ে তুমি জেনে গেলে
তুমিও একজন খুনি।
এসো জ্বর নিয়ে নয়
এসো ছিনতাই নিয়ে নয়
এসো ধর্ষণ নিয়ে নয়
সময়কে... বাকিটুকু পড়ুন
