কেন পরাজয়
স্বপ্ন দেখেছিলাম,-একটি সুন্দর সকালের
সকাল হলো কই?এখনও যে রাত অজ্ঞানতার।
স্বপ্ন দেখেছিলাম,-একটি মিষ্টি বিকালের
তীব্র রোদের দহনে সময় এখন দুপুরের।
একটি সবুজ শ্যামল বাংলা ছিল আমার স্বপ্নে
মানুষের পোড়া দেহ
ভাগাড়ে পড়ে থাকা দেহের খন্ডিতাংশ,
আগুনে পুড়তে থাকা কলকারখানার ধোঁয়া
কৃষক-শ্রমিকের হতাশ মুখায়ব
শিক্ষকের নীরব অশ্রুপাত
খেটে খাওয়া মানুষের ভাবলেশহীনতা, স্পষ্ট করে
আজও দুঃস্বপ্নের প্রহর শেষ হয়নিকো ।
আজ এ কেমন উল্টো... বাকিটুকু পড়ুন