আমার দেশ ! কবে বলতে পারব গর্ব করে আমাদেরই এই দেশ সোনার বাংলাদেশ ? চারিদিকে এ কি দেখছি ? তবে কি দিন বদলের সনদ ! ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার সবই ভেস্তে যাচ্ছে ? কেন লাগাম টেনে ধরা যাচ্ছেনা গোটিকয়েক সন্ত্রাসি, চাঁদাবাজ, টেন্ডারবাজ,দখলবাজদের ? গোটা দেশটা কেন আবার এদের অভয়ারন্যে পরিনত হল? কথাতো এমনটি ছিলনা, কথাছিল দিন বদলের ! কথা ছিল জাতিকে নতুন বাংলদেশ উপহার দেয়ার !! ওরা পারেনি তাইত দিন বদলের সনদ বাস্তবায়নের গুরু দায়িত্ব তুলে দেয়া হয়েছে আজিকের মহাবিজয়ী নায়কদের ! সুতরাং পদে পদে ওদের পারা নাপারার হিসেব নিকেশ বছিরন আর ছমিরনকে বলে দেখিয়ে লাভ কি? ছমিরন তো আপনার পরিসংখান বুঝে না ও বুঝে শুধু মোটা ভাত,মোটা কাপড় আর নিরাপদ আশ্রয়ের সমিক্ষা,
সুতরাং বলবেন কি ? আর কতদিন লাগবে ছমিরনদেরকে শুনানো সেই স্বপ্নের বাস্তবায় করতে ? আদৌ কি কিছু করা যাবে? লক্ষণ দেখে সে রকম কিছু আঁচ করা যাচ্ছে না !
কারন কর্তাবাবুরা যে গ্যাঁড়াকলে আবদ্ধ ! লগিবৈঠার রাজনীতি তো আমরাই উপহার দিয়েছি !!
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




