হ্যালুসিনেশনেও আমায় খোঁজে
শতবার ফিরে আসো তুমি !!
কি অদ্ভুত বিশ্বাসে, শতছিন্ন ব্যস্ততায়
এক উদ্ভ্রান্ত পথিকের উৎকট ভালবাসায় ।
কান্নার শব্দে, বিষন্ন বাতাস
দৈর্ঘ্যহীন সীমারেখায়, রাত-দুপুরের
উড়ন্ত জোনাকী ।
কল্পিত শহরের বিলুপ্তপ্রায় অঙ্গ-রাজ্যে,
নির্ঘুম-নির্বাক ডার্ক-সার্কেল
জমতে থাকা চোখে,
কি অদ্ভুত হ্যালুসিনেশনেই বারবার
ফিরে আসো তুমি ।
কেবল তুমি...........
কেবল তুমি...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



