সময়ের ঘড়ি বয়ে চলে রোজ
এই বেহিসাবি খেলা, নেই কোন খোঁজ,
জীবনের স্রোত থামে না'তো কভু
এ কেমন ঘোর বুঝি না'তো প্রভু ।
প্রিয়তীর চোখে বোবা অবিলাস
চাপা কবিতারা বোকা পরিহাস,
বুনো উল্লাসে ঘুণপোকার মিছিল
আকাশে উড়ে কত শঙ্খচিল ।
আলো-আধাঁরে নেই হাসিমুখ
বারবার ভিজে রক্তাভ চোখ,
কালের খেয়ায় খরস্রোতা নদী
ডুবে যেতে গিয়ে ভাসি নিরবদী ।
চশমার কাঁচে জমে জলের ধারা
আকাশ আমায় ডাকে দেব কি সাড়া ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



