খুব বেশীদিন হয়নি সামুতে রেজিষ্ট্রেশন করার ..এর আগে শুধু দেখতাম আর পড়তাম..একটা সময় লোভ সামলাতে না পেরে রেজিষ্ট্রেশন করে ফেললাম..ভালোলাগা থেকেই এই যুক্ততা .. ইদানিং একটা ব্যাপার খুব বোরিং লাগছে..রাজনীতি নিয়ে শুধু তর্কর খাতিরে যতটা তর্ক করা হয় .. ততটা দেশকে নিয়ে খুব বেশী চিন্তা করা হয় না.. যারা রাজনীতি পছন্দ করে না তারাও অদ্ভুত কিছু মন্তব্য করে..অথচ আমার কাছে মনে হয়েছিল এরকম একটি সামাজিক ব্লগ দেশকে এগিয়ে নেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে..আমরা নিজেদের স্বার্থ ধরে রাখার চেয়ে অন্যের স্বার্থ ভাঙ্গার প্রতি বেশী মনযোগি হলে ভালো কিছূ করা সম্ভব না.. এটা খুব হতাশা জনক ..সারা পৃথিবী এখন ধ্বংসাত্বক কাজে জড়িয়ে .. বিশেষ করে মানুষের স্বার্থ সংরক্ষনের ব্যাপারে,, আমি ভীত,, জন্মগত ভাবেই মানুষকে ভালোবাসতে আমার ভালো লাগে... প্রয়োজন ছাড়াই এ ভালোবাসা,.. আতংকীত হয়েই এ লেখা ...
I've come to work, I've come to play
I think I'll find another way
It's not my time to go
I'm gonna break the cycle
I'm gonna shake up the system
I'm gonna destroy my ego
I've come to work, I've come to play
I think I'll find another way
It's not my time to go.....(die another day-ম্যাডোনা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




