একটি হিম সন্ধ্যা
নীলাভ আকাশ সাদা, সফেদ চাদরে বিষন্নতা
ঘুরেছে বহু মৌসুম- দিগন্তজুড়ে আজ স্তব্ধতা
মনেতে চলিষ্ণু বাষ্প- জমে জমে মুহুর্তে বরফ
হৃদয় যেন পাথর;- জমছে শৈবাল তার শরীরে
জন্মায় সবুজ তরু।
গৃহপালিত সব পক্ষিনী রিক্শা দিয়ে উড়ে যায়
উড়ে যায় বর্ণিল মসলিন বুকের পাথর ঘেঁষে
চৌরাস্তার মোড়ে আমি- জীবন্ত রকেট দেখি শুধু
চিত্তজুড়ে তবু উড়ে শুন্যতার সফেদ ধুয়াশা
প্রান্তে শীতার্ত কুয়াশা-
পালাবার সাধ্য আছে কার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


