সংবিধীবদ্ধ সতর্কীকরনঃ এটা নিতান্তই একটি হযবরল পোস্ট...লেখা পড়ে অযথা সময় নষ্ট হওয়ার দায়িত্ব কোনভাবেই লেখিকার নয়!!!
এই ব্লগে আছি প্রায় ২ মাস হল। তবু,আমার এই ব্লগ সম্পর্কিত জ্ঞান খুবই সীমিত। এতদিন কমেন্ট করার মাঝেই কর্মকান্ড সীমাবদ্ধ থাকলেও আজ সাহস করেই ফেললাম কিছু লেখার!!! লিখালিখিতে আমার আলস্য বরাবরই (আসল কথা হচ্ছে,কিছু লিখতে পারলে তো

!!!)। আর যখনই কিছু লিখতে যাই,কোন বিষয় খুজে পাইনা! কারণ,আজকাল আর কোন কিছুই আমাকে অবাক করেনা!!!! অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছে!!!! অবশ্য,সময় বের করাও একটা বড় ব্যাপার এক্ষেত্রে। একজন মেডিকেল স্টুডেন্ট হওয়ার শাস্তি হিসেবে পড়াশুনার কাছ থেকে যতই দূরে যাওয়ার চেস্টা করিনা কেন,পড়া ঠিকই আমার পিছন দৌড়ায়!!!!

তাই,দিন শেষে যখন ব্লগে ঢুকি,তখন লেখা দূরে থাক,বড় বড় পোস্টগুলো ও অনেক সময় ইচ্ছা থাকলেও পরতে পারিনা। প্রিয়তে রেখে দিই,ভবিষ্যতে সময় বের করে পড়ব বলে। আমি এখানকার লেখা পড়ে অনেক সময়ই মুগ্ধ হয়ে যাই!! প্রতিনিয়ত কত বিষয় যে নতুন করে জানছি,তার হিষাব না হয় থাক। তবে,এই ব্লগের আলোচনার 'হট কেক' মনে হয়-'আস্তিকতা বনাম নাস্তিকতা'!!! যাই হোক,আমার একান্ত কিছু কথা বলার জন্যই আজ এই লেখা। কিন্তু এখন আর কিছুই খুজে পাচ্ছি না। অতএব, ইতি!!!