মন দিওনা কন্যা
না জেনে মনের অভিসন্ধি
যারে তুমি দিবেরে মন
থাকে যদি তার কোন ফন্দি
দিয়ে কন্যা তুমি মন
হারাবে সাধের জীবন
অপূর্ন রয়ে যাবে সকল বাসনা
একটাইতো জীবন তোমার
ভালভাবে যদি সাজাতে চাও
আছে যার উন্নত মনন
তারে তুমি খুজে নাও
শুধু আবেগে ভেসে
পড়না সর্বনাশে
ভাবো তুমি বাস্তবতার ভাবনা
যে মেনে নিতে পারে সত্যটিকে
বিস্বাস আছে যার ভালোবাসায়
শ্রদ্ধা করে যে তোমার মতামত
আস্থা রাখে তোমার কথায়
ভাবে যদি এভাবেই মন
পাবেই খুজে সঠিক জন
স্বপ্ন আর তোমার ভাঙ্গবে না।
০৫/০২/০৬
সেফ হলাম দেখে কিছু পোষ্ট করতে ইচ্ছে হল। তাই পুরোনো কিছু দেয়া হলো। এতে আমার প্রিয় গায়কের একটি গানের ছায়া আছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




