
কোন এক দুরন্ত ট্রেনে তুমি
শত চেষ্টায় থামাতে পারিনি,
সেই থেকে স্টেশন ও আমি
এক ও অভিন্ন।
আমাদের পথচলা এক
আমরা অপেক্ষায় থাকি।
স্টেশনটা অপেক্ষায় থাকে
কখন আসবে লোহার দানবটি,
হুংকার দিয়ে রেখে যাবে কোলাহল
তারপর আবার নি:সঙ্গ, গহীন নিরবতা।
তবু শেষ ট্রেনের অপেক্ষায় আছি
কষ্টগুলোকে তুলে দিব তার কামরায়।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


